best counter

জনি ডেপ একজন আমেরিকান জনপ্রিয় অভিনেতা প্রযোজক এবং মিউজিসিয়ান

তার পুরো নাম ক্রিস্টোফার ডেপ দ্বিতীয়

by mirajamin
Rate this post

জনি ডেপ একজন আমেরিকান জনপ্রিয় অভিনেতা প্রযোজক এবং মিউজিসিয়ান।

জনি ডেপ তার পুরো নাম ক্রিস্টোফার ডেপ দ্বিতীয়।
তার বাবা জন ছিলেন একজন সিভিল ইঞ্জিনিয়ার।
তারা চার ভাই বোন এবং ভাইবোনদের মধ্যে তিনিই ছিলেন ছোট।
তিনি একজন মার্কিন অভিনেতা এবং চলচ্চিত্র প্রযোজক এবং সেই সাথে একজন সুরকারও বটে।

১৯৬৩ সালের ৯ জুন জনি ডেপ জন্মগ্রহণ করেন। শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জনি ডেপ গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেন।
এছাড়া তিনি স্ক্রিন অ্যাক্টরস পুরস্কার পেয়েছেন।
জনি ডেপ তার জন্মস্থান যুক্তরাষ্ট্র। বর্তমানে তিনি দুই সন্তানের বাবা। তিনি অনেকবার শীর্ষ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা এবং হাস্যরসাত্মক অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেন।

যুক্তরাষ্ট্রের পিপল ম্যাগাজিন তাকে ২০০৩ সালে এবং ২০০৯ সালে শ্রেষ্ঠ আবেদনময় পুরুষ হিসেবে বিবেচনা করা হয়।

২০১২ সালে  বিশ্বেজনি ডেপ সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা হিসেবে মনোনীত হন এবং গিনিস বুক অফ ওয়ার্ল্ড এ তার নাম তালিকাভুক্ত করেন।
জানা যায় তার পারিশ্রমিকের পরিমাণ ৭৫ মিলিয়ন ডলার।
শৈশবে তিনি একাধিক স্থানে বসবাস করেন এবং তার ভাই বোনেরা ২০ টিরও অধিক স্থানে বসবাস করে।

১৯৭৮ সালে তার বয়স যখন মাত্র ১৫ তখন তার পিতা মাতার মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে।
তার মাতা রবার্ট পালমার কে বিয়ে করেন। এবং সেই সময় তার মাথার তাকে অনুপ্রেরণা হিসেবে বিবেচনা করেন।
ছোটবেলায় নিজের অদ্ভুত আচরণ সম্পর্কে এক সাক্ষাৎকারে তিনি বলেন” ছোটবেলায় আমি অনেক আওয়াজ করতাম। দুইবার লাইট অফ করার মত অদ্ভুত কর্মকান্ড করতাম। আমার মনে হয় এসব কারণে আমার বাবা-মা মনে করতেন আমার টরেট সিনড্রোম আছে।”

 

জনি ডেপ একজন আমেরিকান জনপ্রিয় অভিনেতা প্রযোজক এবং মিউজিসিয়ান।

জনি ডেপ একজন আমেরিকান জনপ্রিয় অভিনেতা প্রযোজক এবং মিউজিসিয়ান।

বাবার চাকরির সুবাদে জনি ডেপ ও তার পরিবার বারবার বাসস্থান পরিবর্তন করত।
অবশেষে তার বয়স যখন সাত বছর তখন পুরো পরিবার মিরামার চলে আসে। তার আগ পর্যন্ত পুরো পরিবার কমপক্ষে ২০ এর অধিক স্থান পরিবর্তন করেছে।

তার বয়স যখন ১২ বছর তখন তার মা তাকে একটি গিটার উপহার দেন।
পারিবারিক সমস্যার কারণে জনি ছোটবেলা থেকেই ধূমপানে জড়িয়ে পড়ে। এছাড়া অনেক রকম নেশা জাতীয় দ্রব্য এবং ড্রাগস এর সাথে সম্পৃক্ত হয়ে পড়ে।
সংগীত এর সাথে যোনির পরিচয় গিটার উপহার পাওয়ার পর থেকেই।

১৬ বছর বয়সে রক মিউজিসিয়ান হওয়ার আশায় তিনি স্কুল ত্যাগ করেন।
তার গানের রেকর্ডিং এর প্রস্তাব আসে ঠিকই কিন্তু রেকর্ডিং হওয়ার আগেই দলটি ভেঙে যায়।

১৯৮৩ সালের ২০ ডিসেম্বর ২০ বছর বয়সে ২৫ বছর বয়সী মেকআপ আর্টিস্ট লরি অ্যারিসন কে বিয়ে করেন।
বেশ কিছু সিনেমার অভিনয় করার পর একটি হরর ফিল্ম নাইটমে আর এ অভিনয় করে বড় পর্দায় জনি জায়গা করে নেয়।

সেই থেকে বিখ্যাত এই অভিনেতার জীবন যাত্রার শুরু। এরপর থেকে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। বহু চলচ্চিত্র এবং হরর মুভিতে তাকে অভিনয় করতে দেখা যায়। জনগণের কাছে তিনি বর্তমানে একজন পরিচিত মুখ। এবং এভাবেই জনি ডেপ পরিচিতি ও জনপ্রিয়তা পাওয়ার মধ্য দিয়ে এগিয়ে চলেছে তার ব্যক্তিগত ও চলচ্চিত্র জীবন।

জনি ডেপ একজন আমেরিকান জনপ্রিয় অভিনেতা প্রযোজক এবং মিউজিসিয়ান।

জনি ডেপ একজন আমেরিকান জনপ্রিয় অভিনেতা প্রযোজক এবং মিউজিসিয়ান।

১৯৭৮ সালে তার বয়স যখন মাত্র ১৫ তখন তার পিতা মাতার মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে।
তার মাতা রবার্ট পালমার কে বিয়ে করেন। এবং সেই সময় তার মাথার তাকে অনুপ্রেরণা হিসেবে বিবেচনা করেন।
ছোটবেলায় নিজের অদ্ভুত আচরণ সম্পর্কে এক সাক্ষাৎকারে তিনি বলেন” ছোটবেলায় আমি অনেক আওয়াজ করতাম। দুইবার লাইট অফ করার মত অদ্ভুত কর্মকান্ড করতাম। আমার মনে হয় এসব কারণে আমার বাবা-মা মনে করতেন আমার টরেট সিনড্রোম আছে।”

১৬ বছর বয়সে রক মিউজিসিয়ান হওয়ার আশায় তিনি স্কুল ত্যাগ করেন।
তার গানের রেকর্ডিং এর প্রস্তাব আসে ঠিকই কিন্তু রেকর্ডিং হওয়ার আগেই দলটি ভেঙে যায়।

১৯৮৩ সালের ২০ ডিসেম্বর ২০ বছর বয়সে ২৫ বছর বয়সী মেকআপ আর্টিস্ট লরি অ্যারিসন কে বিয়ে করেন।
বেশ কিছু সিনেমার অভিনয় করার পর একটি হরর ফিল্ম নাইটমে আর এ অভিনয় করে বড় পর্দায় জনি জায়গা করে নেয়।

সেই থেকে বিখ্যাত এই অভিনেতার জীবন যাত্রার শুরু। এরপর থেকে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। বহু চলচ্চিত্র এবং হরর মুভিতে তাকে অভিনয় করতে দেখা যায়। জনগণের কাছে তিনি বর্তমানে একজন পরিচিত মুখ। এবং এভাবেই জনি ডেপ পরিচিতি ও জনপ্রিয়তা পাওয়ার মধ্য দিয়ে এগিয়ে চলেছে তার ব্যক্তিগত ও চলচ্চিত্র জীবন।

এ্যাম্বার হার্ড একজন মার্কিন অভিনেত্রী

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.