best counter

কিভাবে একটি নতুন ব্যবসা শুরু করবেন:

ব্যবসা এমন একটি পেশা যার নারী পুরুষ উভয়েই করতে পারে

by mirajamin
Rate this post

কিভাবে একটি নতুন ব্যবসা শুরু করবেন:

ব্যবসা এমন একটি পেশা যার নারী পুরুষ উভয়েই করতে পারে এবং ঘরোয়া ভাবেও করা সম্ভব। উচ্চতর শিক্ষার দরকার হয় না ব্যবসা করার জন্য বরং দরকার হয় সাহস এবং কিছু কৌশলের।

নতুন ব্যবসা শুরু করতে অনেকেই দ্বিধায় থাকেন। অনেকেই মনে মনে ভাবেন ব্যবসায় হয়তো লাভ হবে না বরং ক্ষতির সম্মুখীন হতে হবে। এই ভেবে তারা পিছিয়ে যায়।পিছিয়ে না গিয়ে সঠিক সিদ্ধান্ত এবং পরিকল্পনার মাধ্যমে ব্যবসায় উন্নতি করা সম্ভব।
আমরা আলোচনা করব যেভাবে আপনি নতুন ব্যবসা শুরু করবেন।

নতুন ব্যবসা শুরু করার সময় সবার আগে আপনাকে চিন্তা করতে হবে আপনি কিসের ব্যবসা করবেন। এক্ষেত্রে আপনি বাজারের চাহিদাকে সবার আগে প্রাধান্য দিবেন। কারণ বাজারে যেসব পণ্যের চাহিদা অনেক বেশি সেগুলো বিক্রি করলে আপনি বেশি লাভবান হবেন।

এবং আরো একটি বিষয় গুরুত্ব দিতে হবে সেটা হল কোন পণ্যের বিক্রেতা কম।
ধরুন একি পণ্য আপনি বিক্রি করছেন এবং আপনার সমসাময়িক আরো অনেকেই বিক্রি করছে সে ক্ষেত্রে ক্রেতাগণ আপনার কাছ থেকে নাও কিনতে পারে।এতে আপনি অতটা উন্নতি করতে পারবেন না।

কিন্তু আপনি যদি এমন একটি পণ্য বাজারে আনেন যেটার বিক্রেতার সংখ্যা কম তাহলে আপনি সহজেই জনপ্রিয় পাবেন।
তাই বাজারে চাহিদা এবং বিক্রেতার কথা আপনারা সবসময় মাথায় রাখতে হবে।

এরপরে আপনাকে মূলধন নিয়োগ করতে হবে। ব্যবসায়ী আপনার কিছু টাকা নিয়োগ করতেই হবে। প্রথমবারে হয়তো আপনি লাভের অংশ নাও পেতে পারেন কিন্তু আপনার ধৈর্য হারালে চলবে না।

কিছুটা মূলধন ব্যয় করে আপনাকে পণ্যদ্রব্য পাইকারি মূল্যে কিনে আনতে হবে। এক্ষেত্রে আপনি পণ্যদ্রব্যের গুণগত মান এর ব্যাপারটি সবসময় মাথায় রাখবেন এবং অন্য বহন করে আনার সময় যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও খেয়াল রাখবেন। কারণ পণ্য ক্ষতিগ্রস্ত হলে সেটা আপনার ক্ষতি কারণ সেরকম পণ্য কেউ কিনতে চাইবে না। অথচ সেই পণ্য আপনি টাকা দিয়ে কিনে এনেছেন।

ব্যবসা শুরু করার জন্য আপনার একজন দক্ষ সহযোগী বাছাই করতে হবে। যে আপনাকে সব কাজে সাহায্য করবে এবং হিসাব-নিকাশের কাজে আপনাকে এগিয়ে রাখবে। আপনার ব্যবসার পরিষদ যদি বড় হয় তাহলে আপনাকে কিছু কর্মচারীও রাখার প্রয়োজন পড়তে পারে।

 

কিভাবে একটি নতুন ব্যবসা শুরু করবেন

কিভাবে একটি নতুন ব্যবসা শুরু করবেন

তবে এক্ষেত্রে আপনার অবশ্যই বিশ্বস্ত কর্মচারী নিয়োগ করতে হবে।
অনেক কর্মচারী আছে যারা অসৎ উপায় অবলম্বন করার চেষ্টা করবে।
টাইপ কর্মচারী নির্বাচনে আপনার দক্ষতার পরিচয় দিতে হবে।

ব্যবসা শুরু করার সময় আপনার অবশ্যই একটি নোট খাতা তৈরি করে নিতে হবে।
সেখানে প্রতিদিনের ক্রয় বিক্রয়ের হিসাব লেখা থাকবে এবং মাস শেষে আপনার সামগ্রিক লাভ বা ক্ষতি হিসাব হবে।

এছাড়া কত জন ক্রেতা আপনার পণ্য নগদ টাকা দিয়ে কিনছে এবং কতজন ক্রেতা বাকিতে নিচ্ছে সেটাও আপনার একটি হিসাবের খাতায় লেখা থাকবে। কারণ হিসেবের পরিমাণ বেড়ে গেলে তা আপনার মনে নাও থাকতে পারে।

এছাড়া আপনার ব্যবসার পণ্য আকর্ষণীয় করে তুলতে আপনি সব রকম পন্থা অবলম্বন করবেন। জনগণের কাছে প্রচারণা চালানোর সব রকম প্রচেষ্টা রাখবেন। ক্ষেত্রে বিভিন্ন প্রচার মাধ্যম ব্যবহার করবেন।
দরকার হলে মাইকিং পদ্ধতির মাধ্যমে আপনার পণ্য প্রচার করবেন।

কিভাবে একটি নতুন ব্যবসা শুরু করবেন

কিভাবে একটি নতুন ব্যবসা শুরু করবেন

একটি বিষয় খেয়াল রাখবেন তা হল কোন একটি পণ্যের উপর অতিরিক্ত লাভ করার চেষ্টা করবেন না।
অতিরিক্ত লাভ করতে চাইলে ক্রেতা আপনার থেকে পণ্য কিনবে না এতে আপনার ক্ষতি হবে। আর আপনি যদি তাদের কাছ থেকে সীমিত লাভ রাখেন তাহলে তারা সর্ব মূল্যে আপনার দ্রব্য কিনবে এবং আপনার ক্রেতার সংখ্যা বৃদ্ধি পাবে।
সর্বোপরি মানসিকভাবে প্রস্তুতি রাখবেন। ব্যবসায়ী লাভ ক্ষতি থাকেই।ব্যবসা শুরু করার সময় আপনার অবশ্যই একটি নোট খাতা তৈরি করে নিতে হবে।
সেখানে প্রতিদিনের ক্রয় বিক্রয়ের হিসাব লেখা থাকবে এবং মাস শেষে আপনার সামগ্রিক লাভ বা ক্ষতি হিসাব হবে।

হঠাৎ ক্ষতির সম্মুখীন হলে ভেঙ্গে পড়া যাবে না বরং পরিকল্পনা আরো জোরদার করতে হবে।সঠিক পদ্ধতিতে বিনিয়োগ করতে হবে। এভাবেই আপনি একটি নতুন ব্যবসা শুরু করতে পারেন। শুধুমাত্র আপনার মনোবল এবং প্রচেষ্টা থাকলেই আপনি ব্যবসায় সফল হবেন।আর আপনি যদি তাদের কাছ থেকে সীমিত লাভ রাখেন তাহলে তারা সর্ব মূল্যে আপনার দ্রব্য কিনবে এবং আপনার ক্রেতার সংখ্যা বৃদ্ধি পাবে।

৫ টি ছোট ব্যবসা যা আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে

অনলাইন হতে আয়ের ৭টি সহজ পদ্ধতি

 

You may also like

3 comments

ফুডপান্ডা যে কারনে এত জনপ্রিয়তা পেয়েছে - Mohajagotik 2023 January 19, 2023 - 8:28 am

[…] যে কারনে এত জনপ্রিয়তা পেয়েছে কিভাবে একটি নতুন ব্যবসা শুরু করবেন: ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির মাত্র ৫ টি […]

Reply
ব্যবসা শুরু করার আগে যে বিষয়গুলো ভুলে গেলেই বিপদ - Mohajagotik 2023 2023 January 19, 2023 - 2:53 pm

[…] যে কারনে এত জনপ্রিয়তা পেয়েছে কিভাবে একটি নতুন ব্যবসা শুরু করবেন: ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির মাত্র ৫ টি […]

Reply
এ্যাকুরিয়ামে দৈনিক কত ঘন্টা অক্সিজেন দিতে হয়?? 2023 January 28, 2023 - 3:08 pm

[…] যে কারনে এত জনপ্রিয়তা পেয়েছে কিভাবে একটি নতুন ব্যবসা শুরু করবেন: ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির মাত্র ৫ টি […]

Reply

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.