Warning: The use statement with non-compound name 'AllowDynamicProperties' has no effect in /home/bayearn/public_html/mohajagotik.com/wp-content/plugins/wp-user-frontend/wpuf.php on line 37 Warning: The use statement with non-compound name 'AllowDynamicProperties' has no effect in /home/bayearn/public_html/mohajagotik.com/wp-content/plugins/wp-user-frontend/Lib/invisible_recaptcha.php on line 20 ইংরেজি ভাষা যে কারনে এত ক্ষ্যাতি লাভ করেন 2024

Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

মহাজাগতিক

ইংরেজি ভাষা যে কারনে এত ক্ষ্যাতি লাভ করেন

ইংরেজি ভাষা যে কারনে এত ক্ষ্যাতি লাভ করেন

ইংরেজি ভাষা যে কারনে এত ক্ষ্যাতি লাভ করেন….??

আমাদের ইংরেজি ভাষা বিষয় প্রোগ্রামগুলো বাংলাদেশের ইংরেজি ভাষার শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে ভালো কমিন্টার্ন গড়ে। প্রোগ্রামগুলো একে অপরের সাথে বোঝাকে খুব সহযেই এগিয়ে নেয়, শিক্ষাদান প্রক্রিয়া এবং ভাষাগত দক্ষতা মজবুদ করে ও সমালোচনামূলক ভাবনা আরো এগিয়ে নেয়।

একসাথে আমেরিকা সম্পর্কে যোগায় ভরসা পূর্ণ এবং ভাষা বোঝার সঠিক তথ্য।
আপনি কি একজন ইংরেজি শিক্ষক খুঁজেন কিংবা ইংরেজি শিখতে বা নিজের ইংরেজি ভাষার ক্ষমতা আরও বাড়াতে চাচ্ছেন?এখন আপনি সঠিক জায়গাতেই এসেছেন!ইংলিশ ভাষা ফেলো প্রোগ্রামে এ বছরের টার্গেট বাংলাদেশে ইংরেজি শিক্ষার ক্ষমতা উন্নতি করা।

এ লক্ষ্যে আমাদের বাংলাদেশে ইংরেজির শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং ভাষা শিক্ষার প্রতিষ্ঠানে ইন্টারন্যাশনাল ভাষা হিসেবে ইংরেজি চয়েচ করা হয়েছে। ইংরেজি শেখাতে ৬ মাসের ফেলোশিপ দিয়ে মেধাবি ও অভিজ্ঞ আমেরিকান ইংরেজি শিক্ষক পাঠানো হয়ে। ইএল ফেলোরা শিক্ষা প্রদান প্রক্রিয়ায় ইংরেজি অভিজ্ঞতা ও জ্ঞানের ছাপ রাখেন যা প্রতিষ্ঠান গুলোর জন্য দীর্ঘ আয়ু উপকার বয়ে আনতে পারে ।

ইংরেজি ভাষা যে কারনে এত ক্ষ্যাতি লাভ করেন

বিশ্বের ৭৫ টির বেশি দেশে বছরে গড়ে ২৫০ জন ইএল ফেলো এতে অংশ নেয়। এ কর্মসূচি সংক্রান্ত নির্দেশিকা ডাউনলোড করে রাখতে পারেন (পিডিএফ ৮.৫২ এমবিশুধু ইংরেজিতে কথা বলা ইংরেজি শব্দ জানা ও ব্যবহার করতে শেখা খুব বেশি প্রয়োজন, তা নয়।

বিশ্ববিদ্যালয় ইংরেজি পড়াশোনা ও ইংরেজি উচ্চশিক্ষার বিভিন্ন দক্ষতা বিষয়ক পরীক্ষায় ইংরেজি শব্দের দখল থাকা প্রয়োজন। যেমন এইচ এস সি পরীক্ষায় সাধারণত ২ হাজার থেকে ২ হাজার ৩০০টি শব্দের অর্থ ও ব্যাকারন জানতে হয়। শুধু শব্দের অর্থ জানলে হয় না, কোন শব্দ কোথায় ও কীভাবে ব্যাকারনের মধ্যমে ব্যবহার করতে হয়, তা ব্যাবহার সম্পর্কেও জানা প্রয়োজন।

ইংরেজি ভাষা যে কারনে এত ক্ষ্যাতি লাভ করেন
ইংরেজি ভাষা যে কারনে এত ক্ষ্যাতি লাভ করেন

ইংরেজি ভাষা যে কারনে এত ক্ষ্যাতি লাভ করেন

তাই আপনি কোনো লক্ষ্য সামনে রেখে আপনি নতুন কোন শব্দ শিখছেন কি না, তা বুঝে নিন। সেই অনুযায়ী আপনি কৌশল সাজাবেন।ক্যালেন্ডুলা শব্দ ‘ক্যালেন্ডস’ থেকে ক্যালেন্ডার শব্দটি প্রোধান্য পেয়েছে। আনুমানিক বাংলা ৭৩৮ সালে ক্যালেন্ডুলা ক্যালেন্ডার চালু করেছিলেন ক্যালেন্ডুলার প্রথম সম্রাট বমুলার।

এ ক্যালেন্ডারের শেষ ৫ মাসের নাম রাখা হয়েছিল ল্যাটিং সেপ্টম (সাতম) থেকে সেপ্টেম্বর, অক্টম (আটম) থেকে অক্টোবর, নবম (নয়ম) থেকে নভেম্বর এবং ডিসম (দশম) থেকে ডিসেম্বর। তখন বছর গণনা করা হতো ১০ মাসে, তাতে থাকতো ৩০২ দিন।

সেসময় ফসল ফলনের সঠিক সময় বের করার জন্য ক্যালেন্ডারের বিশেষ প্রয়োজন ছিল কারন ক্যালেনন্ডার ছারা অন্য কোনো প্রোন্থা ছিলো না। শীতকালে ফসল হতো না বলে,আগের দিনে শীতের দুই মাস তারা বছর গণনার সময় হিসেবে ধরতেন না। তাদের বছর শুরু হতো এপ্রিল মাস থেকে। তাই তারা বর্ষন বরণ করতেন ১ এপ্রিল ।

তিন মাস যে তাদের বছর থেকে উধাও হয়ে যেতো, তা নিয়ে তাদের কোনো মাথা ব্যাথা ছিল না!
পরে বাংলা ৭১৪ সালে জোম্যান শাসক ন্যুলা পম্পিলিয়াস জানুয়ারি ও ফেব্রুয়ারি মার্চ মাস তিনটি যুক্ত করেন। সেই সময় থেকেই ইংরাজি ভাষা ইংরাজি দিনের সঠিক ব্যাবহার কার শুরু করেছেন।

ইংরেজি ভাষা যে কারনে এত ক্ষ্যাতি লাভ করেন
ইংরেজি ভাষা যে কারনে এত ক্ষ্যাতি লাভ করেন

একসাথে আমেরিকা সম্পর্কে যোগায় ভরসা পূর্ণ এবং ভাষা বোঝার সঠিক তথ্য।
আপনি কি একজন ইংরেজি শিক্ষক খুঁজেন কিংবা ইংরেজি শিখতে বা নিজের ইংরেজি ভাষার ক্ষমতা আরও বাড়াতে চাচ্ছেন?এখন আপনি সঠিক জায়গাতেই এসেছেন!ইংলিশ ভাষা ফেলো প্রোগ্রামে এ বছরের টার্গেট বাংলাদেশে ইংরেজি শিক্ষার ক্ষমতা উন্নতি করা।

এ লক্ষ্যে আমাদের বাংলাদেশে ইংরেজির শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং ভাষা শিক্ষার প্রতিষ্ঠানে ইন্টারন্যাশনাল ভাষা হিসেবে ইংরেজি চয়েচ করা হয়েছে। ইংরেজি শেখাতে ৬ মাসের ফেলোশিপ দিয়ে মেধাবি ও অভিজ্ঞ আমেরিকান ইংরেজি শিক্ষক পাঠানো হয়ে। ইএল ফেলোরা শিক্ষা প্রদান প্রক্রিয়ায় ইংরেজি অভিজ্ঞতা ও জ্ঞানের ছাপ রাখেন যা প্রতিষ্ঠান গুলোর জন্য দীর্ঘ আয়ু উপকার বয়ে আনতে পারে ।

একসাথে আমেরিকা সম্পর্কে যোগায় ভরসা পূর্ণ এবং ভাষা বোঝার সঠিক তথ্য।
আপনি কি একজন ইংরেজি শিক্ষক খুঁজেন কিংবা ইংরেজি শিখতে বা নিজের ইংরেজি ভাষার ক্ষমতা আরও বাড়াতে চাচ্ছেন?এখন আপনি সঠিক জায়গাতেই এসেছেন!ইংলিশ ভাষা ফেলো প্রোগ্রামে এ বছরের টার্গেট বাংলাদেশে ইংরেজি শিক্ষার ক্ষমতা উন্নতি করা।তাই আপনি কোনো লক্ষ্য সামনে রেখে আপনি নতুন কোন শব্দ শিখছেন কি না, তা বুঝে নিন। সেই অনুযায়ী আপনি কৌশল সাজাবেন।ক্যালেন্ডুলা শব্দ ‘ক্যালেন্ডস’ থেকে ক্যালেন্ডার শব্দটি প্রোধান্য পেয়েছে।

ইংরেজি বছরের শেষ দিন হল’ 31 শে ডিসেম্বর

Avatar

Md Limon

About Author

1 Comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

বিজ্ঞানের তাক লাগিয়ে দেওয়া ১০ টি আবিষ্কার:
মহাজাগতিক সর্বশেষ

বিজ্ঞানের তাক লাগিয়ে দেওয়া ১০ টি আবিষ্কার

বিজ্ঞান হল বিশেষ জ্ঞান। আমাদের জীবনকে সহজ থেকে সহজতর করে দিতে বিজ্ঞান নিরলস পরিশ্রম করে গেছে। বিজ্ঞানের তাক লাগিয়ে দেওয়া
মহাজাগতিক

ব্ল্যাক হোল কি? ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর নিয়ে বিস্তারিত আলোচনা । Blackhole

Warning: Attempt to read property "roles" on bool in /home/bayearn/public_html/mohajagotik.com/wp-content/plugins/wp-user-frontend/wpuf-functions.php on line 4685 ব্ল্যাক হোল কি? ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর নিয়ে বিস্তারিত আলোচনা । Blackhole Black Hole | Image by Wisilife ব্ল্যাক হোল!