best counter

শাকিব খান সম্পর্কে দশটি তথ্য

by mirajamin
Rate this post

শাকিব খান সম্পর্কে দশটি তথ্য:

বাংলাদেশের জনপ্রিয় একজন অভিনেতা হলেন শাকিব খান। নিজের সুন্দর চেহারা এবং অভিনয় দ্বারা সবার মাঝে বর্তমানে জনপ্রিয় নায়ক হিসেবে খ্যাত তিনি।

sakib khan

sakib khan

১.শাকিব খানের  নাম মাসুদ রানা। তার জন্ম ২৪ মার্চ ১৯৭৯ । তার জন্মস্থান হল বাংলাদেশের গোপালগঞ্জ জেলার মুকসুদপুর রাঘদীতে।

২. তার অন্য একটি নাম হল কিং খান। এছাড়া এসকে এবং টলিউড কিং নামেও পরিচিত তিনি।

৩. তার পেশা হলো অভিনেতা প্রযোজক এবং গায়ক। কর্মজীবনের সফলভাবে নিজের খ্যাতি ধরে রেখেছেন।

৩. আব্রাহাম খান জয়ের নামে একজন সন্তান আছে তার। ২০০৭ সালের ১৬ এপ্রিল তার গুলশানের বাড়িতে সর্বাধিক চলচ্চিত্রের সহশিল্পী অপু বিশ্বাসকে বিয়ে করেন তিনি। বিয়ের বিষয়টি গণমাধ্যমে তখন গোপন রাখা হয়। পরে ২০১৭ সালে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে বিয়ের কথা অপু বিশ্বাস জানান । ২০১৬ সালের ১৭ সেপ্টেম্বর তাদের একটি ছেলে সন্তানের জন্ম হয় যার নাম রাখা হয় আব্রাহাম খান জয়।

৪.২০১৭ সালের ২২ শে নভেম্বর শাকিব খান তালাকের জন্য আবেদন করেন এবং ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এ দম্পতির তালাক সম্পন্ন হয়.

৫. শাকিব খানের পিতার নাম আবদুর রব। তার মায়ের নাম নুরজাহান। জানা যায় পরিবারের সঙ্গে তার অত্যন্ত সুসম্পর্ক। অবসর সময়ে পরিবারের সাথে সময় কাটাতে ভালোবাসেন তিনি।

৬.শাকিব খান তার প্রথম বড় ধরনের অসুস্থ হয় 2008 সালে ।সেই সময়ে চিকিৎসার জন্য তাকে যেতে হয় থাইল্যান্ড। তখন থেকেই তার অসুস্থ তার চিন্তার কারণ হয়েছে নির্মাতাদের। বর্তমানে তিনি নিয়মিত ডাক্তারের কাছে যান। 2017 সালের 13 এপ্রিল শাকিব খান বুকে ও ঘাড়ের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হন। সেখানে তিনি গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ অধ্যাপক আব্দুল ওয়াদুদ চৌধুরি তত্ত্বাবধানে চিকিৎসা নেন।

পূজা চেরি-PUJA CERI সম্পর্কে অজানা ১০ টি তথ্য

৭. ২০১৮ সালে বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার কথা ছিল শাকিব খানের ‌। ২০১৮ সালের ১০ নভেম্বর তিনি জানান যে ১১ ই নভেম্বর তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনবেন। তিনি এক রাতেই তার সিদ্ধান্ত বদল করেন এবং পরে জানান যে তিনি নির্বাচন করছেন না।তিনি এটাও জানেন যে সিনেমা ছাড়া আর অন্য কিছু করা এবং অন্য কিছু নিয়ে ব্যস্ত হওয়ার ঠিক হচ্ছে না। সিনেমায় থেকেও দেশের সেবা করা সম্ভব।

৮. তিনি একই নির্বাচনে একটি ভিডিও বার্তায় বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে নৌকা প্রতীকে ভোট চান। এক মিনিটের ওই ভিডিওবার্তায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন।তাকে মমতাময়ী মা ও উন্নয়নের প্রতীক হিসেবে উল্লেখ করেন শাকিব খান।

sakib khan

sakib khan

আফরান নিশোর জীবন কাহিনী-Afran Nisho Biography

৯.সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন। এ কারণে তিনি গণমাধ্যমের সুপারস্টার কিং খান এবং টলিউড কিং হিসেবে পরিচিত হন।

১০. শাকিব খান সায়েন্সের অর্থাৎ বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। তার ইচ্ছা ছিল বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার।

তবে ভাগ্যের পরিপ্রেক্ষিতে চলচ্চিত্র জগতে পা রাখতে হয় তার। বলিষ্ঠ চেহারা এবং অভিনয় করার সুনিপুণ দক্ষতার কারণে তাকে চলচ্চিত্র জগতে বেশি মর্যাদা দেয়া হয়। তাহলে আপনারা জানলেন শাকিব খান সম্পর্কে অজানা তথ্য যা অনেকেই জানেনা। ভবিষ্যতে অভিনয়ের মাধ্যমে মানব সেবা করে জীবনে প্রতিষ্ঠা লাভ করা তার স্বপ্ন।

নায়িকা পূর্ণিমা(Purnima) কিভাবে সৌন্দর্য ধরে রেখেছে…

You may also like

1 comment

“ফুটবল বিশ্বকাপ সমাচার” – Mohajagotik December 17, 2022 - 7:27 am

[…] বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি শাকিব খান সম্পর্কে দশটি তথ্য ব্ল্যাক হোল কি? ব্ল্যাক হোল বা […]

Reply

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.