Warning: The use statement with non-compound name 'AllowDynamicProperties' has no effect in /home/bayearn/public_html/mohajagotik.com/wp-content/plugins/wp-user-frontend/wpuf.php on line 37 Warning: The use statement with non-compound name 'AllowDynamicProperties' has no effect in /home/bayearn/public_html/mohajagotik.com/wp-content/plugins/wp-user-frontend/Lib/invisible_recaptcha.php on line 20 কোটিপতি হতে আপনাকে যা যা করতে হবে 2024

Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

অনান্য

কোটিপতি হতে আপনাকে যা যা করতে হবে

কোটিপতি হতে আপনাকে যা যা করতে হবে:কোটিপতি হতে আপনাকে যা যা করতে হবে:

কোটিপতি হতে আপনাকে যা যা করতে হবে:

কে না চায় কোটিপতি হতে! প্রতিটা মানুষের সুপ্ত আকাঙ্ক্ষা অনেক অর্থ আয় করা এবং কোটিপতি  জীবনের সমৃদ্ধি লাভ করা।
কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশের 70% মানুষ মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীকে বসবাস করে।
বেশিরভাগ মানুষ আর্থিক সংকটের সম্মুখীন হয়।
তবে এমন কিছু বিশেষ পদ্ধতি আছে যা সম্পূর্ণভাবে মেনে চললে আপনিও হতে পারেন কোটিপতি।
আজকে আমরা জেনে নেবো কি সেই সকল পদ্ধতি:

কোটিপতি হওয়ার জন্য আপনার কিছুটা পরিশ্রমই মনোভাবের হতে হবে।
আমাদের দেশের প্রতিটি মানুষ কোন না কোন কাজে জড়িত।
একটি পরিবারের পুরুষ উপার্জনকারী পাশাপাশি মহিলা উপার্জনকারী নাও থাকতে পারে। পরিবারের পুরুষ সদস্যরাই মূলত বাইরে কাজ করেন এবং আয় করেন।
মহিলারা ঘরে কাজ করেন।কিন্তু আপনি একটু চিন্তা করুন কোন একটি পরিবারের পুরুষ সদস্যদের পাশাপাশি মহিলা ও যদি কোনো একটি কাজে নিয়োজিত থাকে তাহলে সেখানে অতিরিক্ত অর্থ আয় হওয়ার একটি সুযোগ থাকে।

দূর্ঘটনাবশত পুরুষ সদস্য যদি কিছুদিন অসুস্থ থাকে বা কোন সমস্যার কারণে কাজ করতে না পারে তবুও পরিবারের আয় বন্ধ থাকবে না কারণ মহিলা সদস্য উপার্জনকারী।
তবে আমাদের দেশের অধিকাংশ পরিবারে মহিলাদের বাইরে কাজ করার অনুমতি দেয়া হয় না।
কিন্তু তারপরেও একজন মহিলা ঘরে বসে সেলাইয়ের কাজ বা কুটির শিল্পের কাজ করে অর্থ আয় করতে পারে।
এর জন্য প্রয়োজন শুধুমাত্র ইচ্ছাশক্তি এবং কাজ করার মনোভাবের।
তাহলে সবার আগে যেটা প্রয়োজন তা হচ্ছে পরিবারের একাধিক ব্যক্তি আয় করা।
ধরুন আপনি কোন একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। আপনার অবসর সময়ে আপনি ইন্টারনেটের মাধ্যমে আউটসোর্সিং করে আয় করতে পারেন।কোটিপতি এর জন্য আপনার সশরীরে কোথায় উপস্থিত হতে হবে না বরং ঘরে বসেই অবসর সময়ে আপনি আপনার মূল্যবান সময় কাজে লাগিয়ে আয় করতে পারেন।

অর্থাৎ মূল আই এর পাশাপাশি অন্য একটি আই এর উৎস নির্বাচন করতে হবে। সেটা অবশ্যই অল্পসময়ের হতে হবে। যেন অবসর সময়ে কাজটি করা যায়।

এছাড়াও আপনার টাকা জমানোর কোটিপতি মনোভাব থাকতে হবে।আমাদের মধ্যে অনেকেই অতিরিক্ত টাকা ব্যয় করে অভ্যস্ত অর্থাৎ টাকা অপচয় করে।
ধরুন পরিবারের দৈনন্দিন চাহিদার জন্য যা প্রয়োজন তার চেয়ে অনেক বেশি কেনাকাটা করে অর্থাৎ টাকা খরচ করে। এটি মোটেও করা যাবে না। আপনার প্রয়োজনের অতিরিক্ত কোন টাকা খরচ করা যাবে না। বরং টাকা জমিয়ে রাখতে হবে।
প্রতিদিন আপনার পকেট থেকে একটি নির্দিষ্ট পরিমান টাকা জমিয়ে রাখুন।
সেটা হতে পারে 10 টাকা 20 টাকা। কম টাকা হলেও জমিয়ে রাখুন।
আমরা হয়তো কবিতায় পড়ে থাকবো,
ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগর অতল।
এই চরণ দুটি থেকে বোঝা যায়, অল্প অল্প করে কোন কিছু জমাতে থাকলে একসময় তার বৃহৎ পরিমাণে পরিণত হবে।
তাই টাকা জমানোর অভ্যাস গড়ে তুলুন।

কোটিপতি হতে আপনাকে যা যা করতে হবে:

কোটিপতি হতে আপনাকে যা যা করতে হবে:কোটিপতি হতে আপনাকে যা যা করতে হবে:
কোটিপতি হতে আপনাকে যা যা করতে হবে:

কোটিপতি হতে আপনাকে যা যা করতে হবে:

নিজের কাজকে ভালোবাসুন। অর্থাৎ যে পেশায় আপনি নিয়োজিত আছেন সেখানে  কোটিপতি সু-প্রতিষ্ঠিত লাভ করার চেষ্টা করুন।
আপনার কাজ কি ভালবাসলে আপনি সেখানে অনেক উন্নতি করতে পারেন এবং পদোন্নতি নিয়ে অনেক অর্থ আয় করতে পারেন।

কর্মক্ষেত্রের কখনোই অসদুপায় অবলম্বন করবেন না। কারণ একবার আপনি জনপ্রিয়তা হারালে পরবর্তীতে সেই সম্মান এবং জনপ্রিয়তা ফিরে পেতে আপনার অনেক কষ্ট হবে এবং অনেক সময় নষ্ট হবে।
তাই যেখানে আছেন সেখানেই আন্তরিকতা এবং সততা দিয়ে কাজ করার চেষ্টা করুন।দান করার মনোভাব গড়ে তুলুন। আমাদের সমাজে অনেক অভাবী মানুষ রয়েছে। যারা অল্প কিছু টাকা পেলেই সন্তুষ্ট হয়।তাদেরকে আপনার আয়ের থেকে কিছু পরিমাণ টাকা দান করুন তাহলে সৃষ্টিকর্তা আপনার আয় সমৃদ্ধি বাড়িয়ে দিবেন।

কোটিপতি হতে আপনাকে যা যা করতে হবে:কোটিপতি হতে আপনাকে যা যা করতে হবে:
কোটিপতি হতে আপনাকে যা যা করতে হবে:

আপনার প্রতিদিন আয় এবং ব্যয়ের একটি হিসাব তৈরি করুন।এবং পরিমিত পরিমাণ ব্যয় করার অভ্যাস গড়ে তুলুন।
পাশাপাশি আপনি বাগান করার মাধ্যমে অর্থ আয় করতে পারেন।আপনি যদি আপনার ছাদে বা বাসার সামনে খোলা কোন স্থানে সবজি বা ফলের বাগান করেন তাহলে আপনার অতিরিক্ত অর্থ আয় হবে।
এছাড়া আপনি হাঁস-মুরগি পালনের মধ্যে ছোট পরিসরে কাজ করতে পারেন। কিন্তু এসব কাজ কখনই মূল আইনের উৎস হিসেবে বিবেচনা করা যাবে না বরং এগুলো অবসর সময়ে করার মতো কাজ হিসেবে গণ্য করতে হবে।

টাকা জমানোর কোটিপতি মনোভাব গড়ে তুলতে হবে এবং অতিরিক্ত টাকা ব্যয় করা থেকে বিরত থাকতে হবে।
তাহলে আপনার জমানো টাকা একটি বৃহৎ টাকায় পরিণত হবে।আপনি ভাবতেও পারবেন না কিভাবে প্রবৃদ্ধির সূচকে আপনার টাকা একসময় কোটি টাকায় পরিণত হবে।তাই টাকা জমানোর মনোভাব এবং মৃত বৃদ্ধার অভ্যাস গড়ে তুলে আপনি নিজেকে কোটিপতি হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন।

বিজ্ঞানের তাক লাগিয়ে দেওয়া ১০ টি আবিষ্কার

Avatar

Md Limon

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ইংরেজি বছরের শেষ দিন হল' 31 শে ডিসেম্বর
অনান্য

ইংরেজি বছরের শেষ দিন হল’ 31 শে ডিসেম্বর

ইংরেজি বছরের শেষ দিন হল’ 31 শে ডিসেম্বর। এই দিনটির মাধ্যমে ইংরেজি বছর বিদায় নেয়। প্রতিবছর কোন দিনটি অত্যন্ত কোলাহলপূর্ণ
 ভ্লাদিমির পুতিন সম্পর্কে ১০ অজানা তথ্য.
অনান্য বিশ্ব যুক্তরাষ্ট্র

 ভ্লাদিমির পুতিন সম্পর্কে ১০ অজানা তথ্য..

   ভ্লাদিমির পুতিন সম্পর্কে ১০ অজানা তথ্য ভ্লাদিমির পুতিন সম্পর্কে ১০ অজানা তথ্য 1957সালের ৭ অক্টোবর জন্মগ্রহন করেন বর্তমান বিশ্বের