জায়েদ খান সম্পর্কে কিছু তথ্য:
জায়েদ খান হলেন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক। তিনি 2008 সালে মোহাম্মদ হাননান পরিগণিত ভালোবাসা ভালোবাসা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। তার অপর নাম জহিরুল হক মনু। তিনি বাংলাদেশের পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন। তার জাতীয়তা বাংলাদেশী। শিক্ষাগত যোগ্যতা বলতে গেলে তিনি ইতিহাস বিষয়ে এম এ কমপ্লিট করেছেন। মাতৃশিক্ষায়তন ঢাকা বিশ্ববিদ্যালয়।
বর্তমানে পেশায় তিনি একজন অভিনেতা এবং প্রযোজক। 2008 সালে তাঁর কর্মজীবন শুরু হয়। তার উল্লেখযোগ্য কর্ম হল অন্তর জ্বালা। জায়েদ খান এসএসসি পাস করেন ১৯৯৫ সালে। ঢাকায় এসে তিনি ঢাকা সিটি কলেজে ভর্তি হন। উচ্চমাধ্যমিক পাশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি হন এবং সেখানে তিনি ইতিহাসে এম এ সম্পন্ন করেন। তারা তিন ভাই বোন এবং প্রত্যেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন। 2012 সালের ডারমা সাহিদা হক রত্নগর্ভা হিসেবে পুরস্কৃত হন।
আফরান নিশোর জীবন কাহিনী-Afran Nisho Biography
2017 সালে তিনি অন্তর জ্বালা নামক চলচ্চিত্র প্রযোজনা করেন তার প্রযোজিত প্রথম চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি পরিচালনা করেন মালেক আফসারী যেখানে তার বিপরীতে অভিনয় করেন পরীমনি। একই বছর তিনি জিয়াউর রহমান জিয়া নির্দেশিত লাইট-ক্যামেরা-অ্যাকশন নামের একটি টেলিভিশন চলচ্চিত্রে অভিনয় করেন যেখানে তার
জায়েদ খান 2019 সালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক পদে নিয়োজিত হন। 2022 সালের নির্বাচনে সাধারণ সম্পাদক হিসেবে প্রথমে ঘোষণা করা হলেও পরবর্তীতে ফলাফল ঘোষণার কয়েক দিন পর প্রার্থিতা বাতিল করে দেওয়া হয় এবং নিপুণ আক্তার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
পূজা চেরি-PUJA CERI সম্পর্কে অজানা ১০ টি তথ্য
জায়েদ খান 2008 সালে ভালোবাসা ভালোবাসা চলচ্চিত্রের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। চলচ্চিত্রটি পরিচালনা করেন মোহাম্মদ হান্নান যেখানে তার সঙ্গে অভিনয় করেন রিয়াজ ও শাবনুর। পরের বছর মনতাজুর রহমান আকবরের কাজের মানুষ ও মোস্তাফিজুর রহমান মানিকের মন ছুয়ে মন চলচ্চিত্রে অভিনয় করেন। 2010 সালে মুক্তি পায় তার অভিনীত এফআই মানিক পরিচালিত আমার স্বপ্ন আমার সংসার এবং মনতাজুর রহমান আকবর পরিচালিত মায়ের চোখ ও রিকশাওয়ালার ছেলে। 2012 সালে জায়েদ খান শাবনুর এর বিপরীতে প্রধান অভিনেতা হিসেবে আত্মগোপন চলচ্চিত্রে অভিনয় করেন যা পরিচালনা করেন এস এম সরকার। 2014 সালে তাঁর অভিনীত চলচ্চিত্রগুলোর হল অদৃশ্য শত্রু, প্রেম করবো তোমার সাথে, দাবাং, তোকে ভালোবাসতেই হবে। 2015 সালে তিনি শাহ আলম মণ্ডল পরিচালিত ভালোবাসার সীমাহীন চলচ্চিত্রে অভিনয় করেন।
একই বছর তিনি রাকিবুল আলম রাকিব পরিচালিত নগর মাস্তান চলচ্চিত্রে অভিনয় করেন যেখানে তার বিপরীতে অভিনয় করেন পরীমনি। জায়েদ খান একজন বিখ্যাত নায়ক ও প্রযোজক। বলিষ্ঠ সুন্দর চেহারা এবং অভিনয়দক্ষতার মাধ্যমে মানুষের মাঝে জনপ্রিয়তার বজায় রেখেছেন তিনি
নায়িকা পূর্ণিমা(Purnima) কিভাবে সৌন্দর্য ধরে রেখেছে…