মহাজাগতিক সংগঠনের আসল মালিক কে..?
মহাজাগতিক সংগঠন এর কোন একক মালিকানা থাকবে না। তবে প্রতিষ্টাতা পর্যায়ে যারা থাকবেন তাদের সিদ্বান্ত ই চুরান্ত সিদ্বান্ত বলে বিবেচিত হবে।

মহাজাগতিক সংগঠনের আসল মালিক কে..?
প্রতিষ্টাতা ব্যক্তিরা প্রতেকটা প্রকল্পের জন্য একজন নির্বাহি নিয়োগ করবেন। এই নিয়োগের জন্য প্রতিষ্টাতা সকল সদস্য র একমত হওয়া একান্ত বাধ্যতামুলক।
-প্রতিষ্টা সদস্য সহ সকলে প্রত্যেক মাসে একটা সম্মানি পাবে সেক্ষেত্রে প্রকল্প নির্বাহি থেকে একজন প্রতিষ্টাতা সদস্যর মর্যাদা ও সুবিধা বেশি পাবে এবং সম্মানিও বেশি পাবে..!
-প্রতিষ্টাতা সদস্য অবশ্য ই পাঁচ জনের বেশি ও দশজনের কম হতে হবে..!
-প্রকল্প নির্বাহিদের অবশ্য ই প্রতিষ্টাতা সদস্যদের প্রতি আনুগত্য থাকতে হবে..!
-প্রত্যেক প্রকল্প নির্বাহিকে অবশ্যই মাসের প্রথম সপ্তাহের মধ্য প্রকল্পের আয়-ব্যয়ের হিসাব দিতে হবে।
-প্রতিষ্টাতা সদস্য সকল প্রকল্পের হিসাব পাওয়ার পর চুরান্ত -আয় ব্যয়ের হিসাব পাবলিকের জন্য উন্মুক্ত করতে হবে..!
প্রতিষ্টানের আয় যায় ই হোক না কেন -সেটা জানার অধিকার সবার থাকবে..এবং সবাই একটা নির্দিষ্ট সম্মানি পাবে কেউ ই একক মালিকানা দাবী করতে পারবে না।