Warning: The use statement with non-compound name 'AllowDynamicProperties' has no effect in /home/bayearn/public_html/mohajagotik.com/wp-content/plugins/wp-user-frontend/wpuf.php on line 37 Warning: The use statement with non-compound name 'AllowDynamicProperties' has no effect in /home/bayearn/public_html/mohajagotik.com/wp-content/plugins/wp-user-frontend/Lib/invisible_recaptcha.php on line 20 মাফিয়া দাউদ ইব্রাহিম সম্পর্কে অজানা তথ্য - Mohajagotik 2024

Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

অপরাধ

মাফিয়া দাউদ ইব্রাহিম সম্পর্কে অজানা তথ্য

দাউদ ইব্রাহিম সম্পর্কে অজানা তথ্য:

মাফিয়া দাউদ ইব্রাহিম সম্পর্কে অজানা তথ্য:

দাউদ ইব্রাহিম মূলত কুখ্যাত একজন দুষ্ট চক্র নিয়ন্ত্রণকারী।১৯৫৫ সালের ২৭ শে ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেন। তার সিন্ডিকেটের নাম হলো ডি কোম্পানি।
সবাই শুনলে অবাক হবে যে তার পেশা হলো গুন্ডাগিরি এবং আতঙ্কবাদ। তিনি ভারতে জন্মগ্রহণ করেন।
তার কৃত কাজের জন্য তিনি বহুদিন কারাগারে থেকেছেন।

তার অধীনে প্রায় ৫ হাজার সদস্য আছে যারা চোরাচালান, কোন ঘুষ সহ বিভিন্ন রকম খারাপ কাজের সাথে জড়িত। তাদের কর্মক্ষেত্র ভারত পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত। শাকিলকে তার বাম হাত বিবেচনা করা হয়।‌

 

দাউদ ইব্রাহিম সম্পর্কে অজানা তথ্য:
দাউদ ইব্রাহিম সম্পর্কে অজানা তথ্য:

ভারতের মুম্বাই শহরে একটি বোমা বিস্ফোরণে প্রচুর লোক নিহত হয়। দাউদ ইব্রাহিম এই বিস্ফোরণের পেছনে দায়ী বলে মনে করা হয়।

২০১৩ সালের ২১ শে মার্চ ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে একটি গবেষণার মাধ্যমে তাকে দোষী বলে প্রমাণ করা হয়। তখন জানা যায় এই বোমা বিস্ফোরণে তার সরাসরি হাত আছে এবং তৎকালীন সময়ে তিনি পাকিস্তানে আত্মগোপন করেছেন।

দাউদ ইব্রাহিম এর মেয়ে পাকিস্তানের সাবেক ক্রিকেটার জাভেদ এর ছেলেকে বিয়ে করেন। মারুখ ইব্রাহিম তার নাম।
দাউদ ইব্রাহিমের তিনটি মেয়ে আছে। একজনের নাম মারিয়া। সে ১৯৮৮ সালে মারা যায়। ২০০৯ সালের ৩০ শে মার্চ দাউদের ভাই নোরা ঘুমের মধ্যে মারা যায়।

দাউদ ইব্রাহিমের অপরাধ চক্রের বহু চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে।
ব্লাক ফ্রাইডে, ডী, ওয়ান্স আপোন এ টাইম ইন মুম্বাই ,ওয়ান্স আপোন এ টাইম ইন মুম্বাই দোবারা , কোম্পানি, হাসিনা পার্কার ইত্যাদি তার কৃতকর্মের অধীনে প্রকাশিত বিভিন্ন চলচ্চিত্র। এদিকে বারবার অভিযোগ তোলা হয়, জঙ্গি,মাফিয়ার লোকজন পাকিস্তানে‌ ঘাঁটি স্থাপন করেছে। এবার দাউদের আত্মীয় স্বজন এর সীকারোক্তি তে এ কথা অনেকটা স্পষ্ট ভাবে বোঝা গেল।

সাধারণ জনগণ জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া দরকার।
তবে এখনো তার উপস্থিতি সঠিকভাবে বোঝা যায়নি। এ কারণে এখনো কোন পদক্ষেপ নেয়া সম্ভব হচ্ছে না।
বহু আগে অনেক মহল থেকে অভিযোগ করা হয়েছিল যে করাচিতে আশ্রয় নিয়েছে দাউদ। কিন্তু পাকিস্তান তা বরাবরই অস্বীকার করেছে।

নরেন্দ্র মোদী সম্পর্কে সকল তথ্য:

Avatar

Md Limon

About Author

1 Comment

  1. আবু সালেম সম্পর্কে অজানা তথ্য - Mohajagotik

    December 19, 2022

    […] এবার বিশ্বকাপ খেলে কত টাকা আয় করলো  মাফিয়া দাউদ ইব্রাহিম সম্পর্কে অজানা… বিয়ে করলেন ছোট পর্দার জনপ্রিয় […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

অপরাধ বাংলাদেশ

পঞ্চম শ্রেনীর ছাত্রী বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি

পঞ্চম শ্রেনীর ছাত্রী বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি মরিয়ম নামের এক নিষ্ঠুর শিক্ষিকা পঞ্চম শ্রেণির অথৈ আক্তার (১১) নামের এক শিক্ষার্থীকে
আবু সালেম সম্পর্কে অজানা তথ্য
অপরাধ ভারত

আবু সালেম সম্পর্কে অজানা তথ্য

আবু সালেম সম্পর্কে অজানা তথ্য আবু সালেম হলেন মোহাম্মাদ আবু সালেম, জিন্নাহ ক্রিকেট স্টেডিয়াম নামক একটি বড় ক্রিকেট স্টেডিয়ামের নামকরণের