Warning: The use statement with non-compound name 'AllowDynamicProperties' has no effect in /home/bayearn/public_html/mohajagotik.com/wp-content/plugins/wp-user-frontend/wpuf.php on line 37 Warning: The use statement with non-compound name 'AllowDynamicProperties' has no effect in /home/bayearn/public_html/mohajagotik.com/wp-content/plugins/wp-user-frontend/Lib/invisible_recaptcha.php on line 20 জয়া আহসান সম্পর্কে অজানা তথ্য...?? - Mohajagotik

Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

জেনেরাখুন ঢালিউড নাটক বিনোদন

জয়া আহসান সম্পর্কে অজানা তথ্য…??

জয়া আহসান সম্পর্কে অজানা তথ্য...??
Warning: Attempt to read property "roles" on bool in /home/bayearn/public_html/mohajagotik.com/wp-content/plugins/wp-user-frontend/wpuf-functions.php on line 4685 Warning: Attempt to read property "roles" on bool in /home/bayearn/public_html/mohajagotik.com/wp-content/plugins/wp-user-frontend/wpuf-functions.php on line 4685

জয়া আহসান সম্পর্কে অজানা তথ্য…??

জয়া আহসান হলিউড থেকে শুরু করে ইন্টারন্যাশনাল খ্যাতিপ্রাপ্ত একজন বাঙালি অভিনেত্রী। তার চরিত্র ও ব্যক্তিগত জীবন নিয়ে উঠে এসেছে নানা রকম প্রশ্ন।
জয়ার হাসান ১৯৮৩ সালের পহেলা জুলাই জন্মগ্রহণ করেন। তার জন্মস্থান বাংলাদেশ তার জাতীয় তা বাংলাদেশী। পেশায় একজন অভিনেতা ও গায়িকা।
বর্তমান বয়স ৩৭ বছর। উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি এবং তার ওজন ৫০ কেজি।

দেখতে সুন্দর ও আকর্ষণীয়। চোখ ও চুলের রং কালো।

২০০৪ সালে তার প্রধান চলচ্চিত্র ব্যাচেলর প্রকাশিত হয়।
ফয়সাল তার দাম্পত্য সঙ্গী। ২০১১ সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। তার পিতার নাম এ এস মাসুদ। মাতার নাম রেহানা মাসুদ।

জয়া আহসান সম্পর্কে অজানা তথ্য...??
জয়া আহসান সম্পর্কে অজানা তথ্য…??

জয়া আহসান বাংলাদেশের অভিনেত্রী হলেও তিনি ভারতীয় চলচ্চিত্রেও অভিনয় করেন।
অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি চারটি চলচ্চিত্র পুরস্কার এবং ৬টি মেরিল প্রথম আলো পুরস্কারে ভূষিত হন।
জয়া আহসানের বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তার মা ছিলেন একজন শিক্ষিকা। তারা দুই বোন এক ভাই।

  • অভিনয়ে শুধু রাগে তিনি নাচ ও গানের প্রতি আগ্রহী ছিলেন।প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি তিনি ছবি এঁকেছেন।
  • তিনি একটি সংগীত স্কুল পরিচালনা করতেন।
  • ১৯৯৮ সালের ১৪ই মে তিনি বিয়ে করেন। তুমি বিবাহ বেশি দিন স্থায়ী হয়নি ২০১১ সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে।
    গিরিল আক্তার উল্লেখযোগ্য কর্ম।
  • এছাড়া চোরাবালি সিনেমায় তিনি অভিনয় করেন।
  • তিনি টানা দুইবার শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে পুরস্কার লাভ করেন।
  • একটি সিনেমায় তিনি একটি অটিস্টিক শিশুর মায়ের ভূমিকা পালন করেন। এই অভিনয়ে অনেক মানুষ মুগ্ধ হয় এবং এই অভিনয়ের জন্য তিনি অনেক পুরস্কার লাভ করেন।
  • তার উল্লেখযোগ্য আরেকটি চলচ্চিত্র হলো ক্রিস ক্রস সিনেমা।
  • এই সিনেমায় তিনি কর্মজীবনের সফল কিন্তু ব্যক্তিগত জীবনে বড়ই একা এক নারীর ভূমিকায় পালন করেন।
  • এনেছি সূর্যের হাসি নামক ধারাবাহিক নাটকে জয়া আহসান অভিনয় করেন।
  • এই অভিনয়ের পর তিনি নারী ও শিশু সহযোগিতায় বিভাগের শুভেচ্ছা লাভ করেন
    তিনি ২০১৬ সালে চলচ্চিত্রে অভিনয়ের জন্য ইন্সপায়ারিং ওমেন খ্যাতি লাভ করেন।
  • ২০২২ সালে তিনি বিনি সুতো নামক একটি চলচ্চিত্রে অভিনয় করেন।
  • সব মিলিয়ে তার চলচ্চিত্র সংখ্যায় অনেক বেশি।
  • চলচ্চিত্রের পদার্পণের পর থেকেই তিনি ব্যাপক খ্যাতি লাভ করেন।
  • এমন কোন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না জয়া আহসানকে চেনে না।
  • পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ উভয় ভঙ্গের মানুষ তাকে অভিনেত্রী হিসেবে খুব ভালোভাবে চেনে।

সামনে আরো এগিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি এবং সবার কাছ থেকে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন যেন তিনি প্রবৃদ্ধির সুযোগে এগিয়ে যেতে পারেন।

learn more

পূজা চেরি-PUJA CERI সম্পর্কে অজানা ১০ টি তথ্য


You have to wait 30 seconds.

Wait For Code


Avatar

Md Limon

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জেনেরাখুন

অনেক দিন আগের কথা…..@TcT

অনেক দিন আগের কথা…..@TcT অনেক দিন আগের কথা -কোন এক রাজ্য -রাজার মেয়ের জমকালো অনুষ্ঠান হচ্ছিল তো সেই রাজ্যর কোন
ঢালিউড বিনোদন

সেদিন রাতে কি হয়েছিলো পরিমনির সাথে..?(ভিডিও সহ)

সেদিন রাতে কি হয়েছিলো পরিমনির সাথে..?       পরি মনি, শুনামাত্রই মানুষ যেনো খবর পাওয়ার জন্য উদগ্রীব হয়ে থাকে।