নায়িকা পূর্ণিমা(Purnima) কিভাবে সৌন্দর্য ধরে রেখেছে…

by Md Limon
নায়িকা পূর্ণিমা(Purnima)( কিভাবে সৌন্দর্য ধরে রেখেছেনায়িকা পূর্ণিমা(Purnima)( কিভাবে সৌন্দর্য ধরে রেখেছে
নায়িকা পূর্ণিমা(Purnima)( কিভাবে সৌন্দর্য ধরে রেখেছেনায়িকা পূর্ণিমা(Purnima)( কিভাবে সৌন্দর্য ধরে রেখেছে

নায়িকা পূর্ণিমা(Purnima)( কিভাবে সৌন্দর্য ধরে রেখেছেনায়িকা পূর্ণিমা(Purnima)( কিভাবে সৌন্দর্য ধরে রেখেছে

পূর্ণিমা(Purnima) এর আসল নাম দিলারা হানিফ রিতা। তিনি একজন বাংলাদেশী অভিনেত্রী এবং চলচিত্র জগতে তিনি পূর্ণিমা(Purnima) নামে পরিচিত। পূর্ণিমা(Purnima) চলচ্চিত্র জগতে পথচলা শুরু হয়েছিল জাকির হোসেন রাজু পরিচালিত” এ জীবন তোমার আমার” চলচ্চিত্রের মাধ্যমে। এছাড়া কাজী হায়াৎ পরিচালিত <ওরা আমাকে ভাল হতে দিল না> চলচ্চিত্রে অভিনয় করে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।নায়িকা পূর্ণিমা(Purnima)কে দেখতে খুবই সুন্দর। তার সৌন্দর্যের কারণে তাকে পূর্ণিমা(Purnima) হিসেবে আখ্যায়িত করা হয়। তুমি মিডিয়ার সামনে প্রচুর মেকআপ এবং ক্যামেরা ইফেক্ট ব্যবহার করে সবার কাছে সুন্দর হয়ে ওঠে নায়িকারা। তবে বাস্তব জীবনে সৌন্দর্য ধরে রাখার জন্য পূর্ণিমা(Purnima) চেষ্টার শেষ নেই।

পূর্ণিমা

পূর্ণিমা

নায়িকা পূর্ণিমা(Purnima)সৌন্দর্য ধরে রাখার জন্য যেসব কাজ করেন তা হলো:

1.প্রথমত পূর্ণিমা(Purnima) প্রতিদিন নির্দিষ্ট ডায়েট কন্ট্রোল করেন। চর্বিযুক্ত খাবার কম পরিমাণে খেয়ে থাকেন। এছাড়া নিয়মিত ফেসিয়াল, এবং বিভিন্ন ধরনের ফেস ক্রিম বডি লোশন ব্যবহার করেন পূর্ণিমা(Purnima) । তার বয়স কে ধরে রাখার জন্য নিয়মিত ব্যায়াম করেন। বিভিন্ন ধরনের শাকসবজি খেয়ে থাকেন। এছাড়া নিয়মিত জিমে গিয়ে ব্যায়াম করেন পূর্ণিমা(Purnima) । তার ব্যক্তিগত স্বাস্থ্যের উন্নতির জন্য আছে সহকর্মী। বিভিন্ন ধরনের নাইট ক্রিম ব্যবহার করেন তিনি। ব্যস্ত জীবনের মাঝে ও ব্যক্তিগত সৌন্দর্য সুরক্ষায় তিনি মোটেও পিছপা হন না।

রোগা হওয়ার জন্যপূর্ণিমা(Purnima) বিভিন্ন ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। নিজের বুঝানো কঠিন ভাবে নিয়ন্ত্রনে রাখার জন্য খাদ্য তালিকা মেনে চলেন। এছাড়াপূর্ণিমা(Purnima) সার্জারি করিয়েছেন বলে জানা যায়। যদিও মিডিয়ার সামনে তা স্বীকার করতে তিনি নারাজ। তবে বর্তমানে অনেক নায়িকা নিজেদের সৌন্দর্য বৃদ্ধির জন্য মুখে বা শরীরে বিভিন্ন রকম সার্জারি করিয়ে থাকেন।

পূর্ণিমা

পূর্ণিমা

তবে এই পূর্ণিমা(Purnima) চলচ্চিত্র জগতে সঠিকভাবে নিজের সৌন্দর্য ধরে রাখতে পেরেছেন। সফলভাবে সঠিক সৌন্দর্য নিয়ে তিনি বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করে মানুষের মন জয় করেছেন। সৌন্দর্য এবং অভিনয় দক্ষতা দিয়ে ভবিষ্যৎ নিধি একজন সফল অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করতে জানান তিনি। যদিও ইতোমধ্যে তিনি একজন সফল অভিনেত্রী ভবিষ্যতে আরো বেশি প্রতিষ্ঠা করার ইচ্ছা আছে বলে জানা গেছে

দীর্ঘ ২৩ বছরের ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন পূর্ণিমা(Purnima)। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে ‘মনের মাঝে তুমি’, ‘মেঘের পরে মেঘ’, ‘হৃদয়ের কথা’, ‘সুভা’, ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’, ‘ওরা আমাকে ভালো হতে দিল না’, ‘পিতা-মাতার আমানত’, ‘কে আমি’, ‘পরাণ যায় জলিয়া রে’, ‘মাটির ঠিকানা’ উল্লেখযোগ্য। দীর্ঘদিন বড় পর্দায় অনিয়মিত পূর্ণিমা। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায় তাকে বিভিন্ন অনুষ্ঠানের বিচারক ও উপস্থাপনার দায়িত্বে দেখা যায়

আরো জানুন

পূজা চেরি-PUJA CERI সম্পর্কে অজানা ১০ টি তথ্য

আফরান নিশোর জীবন কাহিনী-Afran Nisho Biography

You may also like

Leave a Comment