বর্তমানে সৌদি আরবে বাংলাদেশ সহ অন্যান্য দেশের প্রায় ৬৭ লক্ষ মানুষ কর্ম সংস্থানে যুক্ত আছে।এর মধ্যে প্রায় ৪৩ লক্ষ মানুষ বাংলাদেশের। সৌদি আরবে ১৯৮১ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত একাধারে বাঙালি ও অন্যান্য দেশের মানুষ কাজ করার খুব আগ্রহ প্রোকাশ করতো।ঐ সময় সৌদি আরবে কোনো প্রোকার কাজের মজুরি নিয়ে ঘুরা ঘুরি অথবা দুর্নিতি ছিলো না। সৌদি আরবে
বাংলাদেশের মানুষ একাধিকবার ঢোকার পর আস্তে আস্তে কাজে চুরি বাটপারি করা সুরু করলো, আর সেই থেকে সৌদি আরবের মানুষ চালাক হতে শুরু করলো।২০০৭ সালের পর থেকে আমাদের আমাছা বাঙ্গালী সৌদি আরবে ঢুকতে থাকে আর সেই থকে সৌদির অবস্থা খারাপের দিকে নিয়ে যেতে থাকে।বর্তমানে সৌদিতে এখন বাঙালির জন্য নতুনভাবে কোনো ভিসা দিতে চায় না কারন তারা এখন বুঝতে পারতেছে বাঙ্গালীর পোজিশন এতোটা নিম্ন যে তাদেরকে কর্মচারি বানিয়ে বাঙ্গালী মালিক ভাব ধরে কাজ করে। আবার এখন সৌদিতে বারের অনুমতি প্রধান
করা হয়েছে। বাঙ্গালী আর পাকিস্তানিরা মিলে বারে গিয়ে মদ পান করে আর মাতারিগো নিয়া লাফা লাফি নাচা নাচি করে। সৌদির মদ খুব ভালো মানের মদ তারা বিশ্বের নামি দামি রাষ্ট্র থেকে এই মদ সংগ্রহ করে। যেমন,চিন, হংকং,করিয়ান,জাপান থেকে
সরাসরি সংগ্রহ করে। এই মদ দামিও মদ এই মদ পান করলে ২-৩ দিন পর্যন্ত নেশা কাটেনা। বাঙ্গালী পাকিস্তানিরা এই মদ পান করে আর মাতাল হয়ে ঠিক মত কাজ করে না শুধু মারা মারি করে আর পাগলামি করে। শুধু এই কারণে সৌদি আরোব আর আগের মতো সৌদি আরব নাই এই হলো বর্তমান সৌদির অবস্থা।
ভারতিয় উপমহাদেশে ইউরোপীয়দের আগমনের ইতিহাস থেকে পাকিস্তানি শাসন আমল
1 comment
[…] সম্পর্কে সকল তথ্য নিম্নরূপ: বর্তমান সৌদি আরবের অবস্থা !! ২০২৩ সালে কেমন যাবে বাংলাদেশের […]