
স্ত্রী কে খুশি রাখতে আপনাকে যা করতে হবে
স্ত্রী কে খুশি রাখতে আপনাকে যা করতে হবে

স্ত্রী কে খুশি রাখতে আপনাকে যা করতে হবে
বিয়ের মাধ্যমে শুরু হয় একটি দাম্পত্য জীবন। দুটি জীবনের মিলনকেন্দ্র হলো বিয়ে। স্ত্রী কে খুশি রাখতে আপনাকে যা করতে হবে। বিয়ের মাধ্যমে স্বামী ও স্ত্রী একটি নতুন জীবনে পদার্পণ করেন। কলেজে সুখি হয় আবার অনেকের হয় অসুখী। কলিক স্বামী তার স্ত্রীকে খুশি রাখতে পারেনা। কাজের মধ্যে নানান ঝামেলা এবং ঝগড়া লেগে থাকে। ফলে দাম্পত্য জীবন হয় বিষময় এবং দুঃখ ভরা।
স্ত্রী কে খুশি রাখা আসলে এমন কোন কঠিন ব্যাপার নয়।
প্রিয় পাঠক আজকে আমরা জেনে নেবো স্ত্রীকে খুশি রাখার কিছু ছোট ছোট উপায়।

স্ত্রী কে খুশি রাখতে আপনাকে যা করতে হবে
প্রথমত আপনার স্ত্রীকে সম্মান করতে হবে।কোন একটি সম্পর্ক টিকিয়ে রাখার পূর্ব শর্ত হলো সম্মান। সম্মান করতে টাকা লাগে না। মমতাপূর্ন দৃষ্টিতে তাকালেন এবং সম্মানের সাথে কথা বললে সব মেয়েরা খুশি হয়। তাই সব ব্যাপারে স্ত্রীকে সম্মান করতে হবে।
আপনার জীবনসঙ্গীর পছন্দ গুলো জেনে নিন। তার পছন্দের বিষয়গুলো বেশি বেশি করে করুন।
খুব সাথে তার অপছন্দগুলো জানুন। সু অপছন্দ করে এমন কোন কাজ ভুলেও করবেন না।
যেমন অনেক মেয়েরাই রাতে দেরী করে বাড়ি ফেরা ব্যাপারটি পছন্দ করেনা। তাই তাকে খুশি রাখতে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরুন।
আপনার স্ত্রীকে ছোট ছোট উপহার দিন। ছোটদের চকলেট বার গোলাপ ফুল কিনতে খুব বেশি টাকা লাগে না। কাজ শেষে বাড়ি ফেরার সময় তার জন্য কোনো উপহার নিয়ে আসুন। অবশ্যই আপনার স্ত্রী চকলেট বা ছোট কোনো উপহার পেলে খুশি হবে।

স্ত্রী কে খুশি রাখতে আপনাকে যা করতে হবে
কোন চায়না তার স্বামী অন্য কোন মেয়ের সাথে কথা বলুক। তাই কখনো অন্য কোন মেয়ের সাথে কথা বলতে যাবেন না। মনে রাখবেন আপনার একমাত্র নারী যিনি আপনাকে সারা জীবন ভালবাসবেন এবং আগলে রাখেন।
অন্য কোন মেয়ের সাথে কথা বললে আপনার পাপ হবে। তাই স্ত্রীকে খুশি রাখতে সব সময় মেয়েদের এড়িয়ে চলুন।
আপনার জীবনসঙ্গিনীকে দৈনন্দিন কাজে সাহায্য করুন। মেয়েদের প্রতিদিন অনেক কাজ করতে হয়। গৃহস্থালির সব কাজ একটি মেয়েই করে থাকে। এমন অবস্থায় যদি তার স্বামী তাকে সাহায্য করে সাহায্য করার চেষ্টা করে তাহলে তার মনে হবে , সে একা নয়, বরং জীবন যুদ্ধে তাঁর সাথে স্বামীও আছে।
আপনার ব্যস্ত জীবনের মাঝে একটু সময় বের করে তাকে ঘুরতে নিয়ে যান। ভ্রমণ করলে মন প্রফুল্ল থাকে এবং নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করা যায়। আপনার স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে গেলে আপনারা একান্তে কিছু সময় কাটানোর সুযোগ পাবেন। একসাথে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন। তাহলে আপনাদের দুজনের মন ভালো থাকবে এবং আপনাদের সম্পর্ক অটুট থাকবে।

স্ত্রী কে খুশি রাখতে আপনাকে যা করতে হবে
আপনার স্ত্রী কোন ভুল করে ফেললে তাকে গালি দিবেন না। তাকে তার ভুলটি বুঝিয়ে বলবেন। কখনো তার সাথে খারাপ ব্যবহার করবেন না। আর ভুলেও কখনো তার গায়ে হাত তুলবেন না। তোকে বুঝিয়ে বলবেন যে এই ব্যাপারটা এমন করলে ভালো হতো, এটা করা ঠিক হয়নি এভাবে বলতে পারেন। কিন্তু কখনো তার উপর রাগি চোখে তাকাবেন না।
আপনার স্ত্রীর রান্নার প্রশংসা করুন। তার রান্না যদি ভাল না হয় তাও তার প্রশংসা করুন। তাহলে আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে এবং আপনার বাধ্য থাকবে। সব মেয়েরা ভালো করে রান্না করতে পারে না। কিন্তু তারা চেষ্টা করে। তাই কখনো তাদের অপমান করবেন না। সব সময় তাদেরকে সম্মান দিয়ে কথা বলুন এবং তাদের রান্নার প্রশংসা করুন।
আপনার স্ত্রীকে কাছে নিয়ে ঘুমান। কখনো আলাদা ঘুমাবেন না।সারাদিনের ব্যস্ততা শেষে বাড়ি ফিরে আপনার স্ত্রীকে কিছু সময় দিন। তার সাথে ঘুমানোর সময় সারাদিনের গল্প করুন। আপনার সহকর্মীদের সাথে আপনার স্ত্রীকে পরিচয় করিয়ে দিন।

স্ত্রী কে খুশি রাখতে আপনাকে যা করতে হবে
কখনো আপনার স্ত্রীর বিশ্বাস ভাংবে ন না। মনে রাখবেন একটি সম্পর্ক ভালো রাখার পূর্বশর্ত হলো বিশ্বাস। বিশ্বাস একবার চলে গেলে আর ফিরে আনা যায় না। তাই এমন কোন কাজ করবেন না যার জন্য আপনার স্ত্রী আমাকে অবিশ্বাস করে।
সর্বোপরি আপনার স্ত্রীকে সময় দিন এবং তাকে সম্মান করুন। তাকে ভালোবাসুন। তাকে খুশি রাখা কোনো কঠিন ব্যাপার নয়। তার মতামতের গুরুত্ব দিন। এবং তাকে নিয়ে সবসময় গর্বিত থাকেন। তাহলে আপনার স্ত্রী আপনার উপর সব সময় খুশি থাকবে।