390
যে কাজগুলো করলে আপনার স্বামী আপনাকে অনেক ভালবাসবে
প্রতিটা মেয়েই চায় তার স্বামী তাকে অনেক বেশি ভালোবাসুক। স্বামীর ভালবাসা কি তারা জীবনের অন্যতম প্রাপ্য হিসেবে বিবেচনা করে। বিয়ের মাধ্যমে একটি মেয়ে তার নতুন জীবন শুরু করে। এই সময়ে তার জীবনে অনেক পরিবর্তন আসে।এমন কিছু কাজ আছে যা আপনি করলে আপনার স্বামী আপনাকে অনেক বেশি ভালবাসবে।
চলুন জেনে নেয়া যাক ওই সব কাজের কথা যে আপনি মেনে চললে আপনার স্বামীর অনেক ভালোবাসা পাবেন!
- প্রথমত আপনার স্বামীকে সম্মান করুন। মহান আল্লাহ তায়ালা তাঁর পরে যদি অন্য কাউকে সিজদা করা অনুমতি দিতেন তাহলে সেটি হলো স্বামী। এতেই বোঝা যাচ্ছে যে স্বামীকে কতটা সম্মান করতে হবে।
স্বামীর আদেশ নিষেধ মেনে চলতে হবে। এবং যথাসম্ভব তার প্রিয় কাজগুলো করার চেষ্টা করতে হবে। আপনার স্বামী অপছন্দ করে এমন কোন কাজ করবেন না। - আপনার স্বামীকে খুশি রাখতে হলে অবশ্যই তার প্রিয় খাবারগুলো রান্না করুন। অনেক সময় মন খারাপ থাকলেও একটি ভাল রান্না খেয়ে মন ভালো হয়ে যায়।তাই অবশ্যই যতদূর সম্ভব সুস্বাদু খাবার রান্না করার চেষ্টা করুন।
- আপনার স্বামীর বিশ্বাস কখনো ভাববেন না। এমন কোন কাজ করবেন না যার জন্য আপনার স্বামীর আপনার উপর সন্দেহ হয়। সব সময় শুধুমাত্র তাকেই ভালবাসি এবং অন্য কারো উপর কখনো ভুলেও নজর দিবেন না।
- সুন্দর করে সাজুন। মনে রাখবেন আপনার রূপ এবং যৌবন সবকিছুই আপনার স্বামীর জন্য। আপনাকে সুন্দর লাগবে সেটাও আপনার স্বামীর কারণেই।তাই তার সামনে অবশ্যই নিজেকে আকর্ষণীয় করে তুলে ধরার চেষ্টা করুন।এক্ষেত্রে আপনি নিয়মিত ব্যায়াম এবং মেদ কমানোর চেষ্টা করবেন। বেশির ভাগ পুরুষ মোটা শরীর পছন্দ করেনা।তাই খাদ্য কন্ট্রোল করুন এবং নিজেকে স্লিম করে তোলার চেষ্টা করুন।
- আপনার স্বামীকে একান্ত সময় দিন। আপনার সারাদিন যতই ব্যস্ততা থাকুক, কাজের ফাঁকে একটু সময় বের করে তাকে সময় দিন।
- নিজের জীবনের গল্প তাকে শোনান, নিজের জীবনের সংগ্রাম গুলো তার সামনে তুলে ধরুন। তাহলে আপনার স্বামী আপনার প্রতি সদয় থাকবে এবং আপনাকে সবসময় ভালোবাসবে।
- আপনার স্বামীর পছন্দ নয় এমন কোন ব্যক্তির সাথে মিশবেন না।মনে রাখবেন আপনার জীবন এবং আপনার সব দায়িত্ব আপনার স্বামীর হাতে। তাই সে অখুশি হয় এমন কোন কাজ কখনোই করবেন না।
- আপনার স্বামীকে কখনো মিথ্যা কথা বলবেন না। তার সামনে যদি আপনি অসৎ প্রমাণিত হন তাহলে তার সব বিশ্বাস আপনার উপর থেকে উঠে যাবে। তাই সবসময় নিজেকে পরিষ্কার রাখুন মানসিকভাবে।
- আপনার স্বামীরসামনে যত সম্ভব নিজেকে নিষ্পাপ এবং আদুরে করে তুলুন। আপনার স্বামীর সাথে শিশুসুলভ আচরণ করুন। তাহলে আপনার প্রতি তার মায়া জন্মাবে। এবং সে আপনাকে আগলে রাখবে।
- প্রিয় বোনেরা, সর্বোপরি সৎ এবং ভালো জীবন যাপন করার মাধ্যমে আপনি আপনার স্বামীর ভালোবাসা পাবেন। ভালোবাসা পাওয়ার পূর্বশর্ত হলো ভালোবাসার দেওয়া। তাই আপনার স্বামীকে নিজের জীবনের চেয়েও বেশি ভালবাসুন।
তাকে সময় দিন এবং তার সাথে গল্প করুন। তার দুশ্চিন্তা এবং দুঃখ কষ্ট ভাগাভাগি করে নিন। তাহলে আপনার জীবন হয়ে উঠবে স্বর্গের মতো আরামদায়ক এবং আনন্দ পূর্ণ।