এ্যাকুরিয়ামে দৈনিক কত ঘন্টা অক্সিজেন দিতে হয়

একুরিয়াম হলো জল ভর্তি একটি বাক্স

by Md Limon
এ্যাকুরিয়ামে দৈনিক কত ঘন্টা অক্সিজেন দিতে হয়

এ্যাকুরিয়ামে দৈনিক কত ঘন্টা অক্সিজেন দিতে হয়??

একুরিয়াম হলো জল ভর্তি একটি বাক্স যেখানে কৃত্রিমভাবে বিভিন্ন মাছ পালন করা হয় শুধুমাত্র দেখার সৌন্দর্য বর্ধনের জন্য।
বিভিন্ন ধরনের মাছ একুরিয়ামের ভিতরে থাকে। এছাড়া থাকে অনেক রকম শৈবাল।
প্রতিটি জীবের বেঁচে থাকার জন্য পানির প্রয়োজন। পানির অপর নাম জীবন।

পানিতে দ্রবীভূত থাকে অক্সিজেন। অক্সিজেন ছাড়া কোন জীব বেঁচে থাকতে পারে না। প্রতিটি জীব প্রশ্বাসের সময় অক্সিজেন নেয় এবং নিঃশ্বাসে কার্বন-ডাই-অক্সাইড ত্যাগ করে।

একুরিয়ামের একটি ঢাকনা দিয়ে ঢাকা থাকে। আর ঢাকনা দিয়ে ঢাকা থাকার কারণে সেখানে পানিতে অক্সিজেনের কিছুটা চাহিদা থাকে।
কারণ বাইরে থেকে কোন অক্সিজেন ভেতরে প্রবেশ করতে পারে না।
আর একুরিয়ামের একটি ঢাকনা দিয়ে ঢাকা থাকে। আর ঢাকনা দিয়ে ঢাকা থাকার কারণে সেখানে পানিতে অক্সিজেনের কিছুটা চাহিদা থাকে।

নদীর পানিতে মাছ যখন বড় হয় তখন , একটি নির্দিষ্ট পরিমাণ অক্সিজেন মাছ গ্রহণ করতে থাকে এবং ঠিক সেই পরিমাণও অক্সিজেন বাতাস থেকে পানিতে মিশে।

তাই পানির মধ্যে একটি নির্দিষ্ট পরিমাণ অক্সিজেন মাত্রা বজায় থাকে।
এই নিয়মে তখনই ব্যাঘাত ঘটে যখন ঢাকনা দিয়ে পানি ও মাছ ঢাকা থাকে। তাই বাইরে থেকে কৃত্রিমভাবে অক্সিজেন সরবরাহ করতে হয়।

এ্যাকুরিয়ামে দৈনিক কত ঘন্টা অক্সিজেন দিতে হয়

এ্যাকুরিয়ামে দৈনিক কত ঘন্টা অক্সিজেন দিতে হয়

জলে বেসি মাছ ছাড়ার ফলে একুরিয়াম জলে অক্সিজেনের ঘাটতি দেখা দিলে মাছ গুলি প্রথমে জলের উপরের স্তরে উঠে আসে এবং অক্সিজেনের পরিমান যখন আরো কমে যায় মাছ গুলি তাদের নাক মুখ জলের উপরে উঠিয়ে হাপাতে থাকে ।এই ভাবে কিছুক্ষন চলার পরে মাছ গুলি একে একে মারা যেতে থাকে। একুরিয়াম সেই কারনে কৃত্রিমভাবে পানিতে অক্সিজেন দিতে হয়।

ইয়ার পাম্প এর মাধ্যমে পানিতে অক্সিজেন দিতে হয়। এয়ার বাবল হিসেবে অক্সিজেন সরবরাহ করা হয়।পানিতে যখন যথেষ্ট অক্সিজেন থাকে তখন মাছগুলো সুস্থভাবে বিচরণ করে এবং বহুদিন বেঁচে থাকে।

তাহলে পুকুরে কেন অক্সিজেন লাগে না? সেখানে মাছ কীভাবে বাঁচে? পুকুরেও অক্সিজেন দিতে হতে পারে, যদি সেখানে প্রচুরসংখ্যক মাছ থাকে। সাধারণত দরকার হয় না; কারণ, শেওলা-শৈবাল থেকে বের হওয়া অক্সিজেনে পুকুরের পানি সম্পৃক্ত থাকে। কিন্তু মাছের জারের পানিতে শেওলা প্রায় থাকেই না। তাই বিশেষ ব্যবস্থায় অক্সিজেন দিতে হয়।

২৮ ডিসেম্বর মন্ত্রণালয়ের অক্সিজেনের মূল্য নির্ধারণ সম্পর্কিত নির্দেশনায় দেখা যায়, একুরিয়ামএকক অক্সিজেন সিলিন্ডার ও মেনিফোল্ড অক্সিজেন সিস্টেমে দৈনিক (প্রতি ২ থেকে ৫ লিটার প্রতি মিনিট হিসাবে) দাম নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। যার প্রস্তাবিত মূল্য ছিল ১১৪ টাকা। প্রতি মিনিট ৬ থেকে ৯ লিটার হিসাবে অক্সিজেনের দাম নির্ধারণ হয়েছে ১২৫ টাকা।

একুরিয়ামের একটি ঢাকনা দিয়ে ঢাকা থাকে। আর ঢাকনা দিয়ে ঢাকা থাকার কারণে সেখানে পানিতে অক্সিজেনের কিছুটা চাহিদা থাকে।

এ্যাকুরিয়ামে দৈনিক কত ঘন্টা অক্সিজেন দিতে হয়

এ্যাকুরিয়ামে দৈনিক কত ঘন্টা অক্সিজেন দিতে হয়

বিভিন্ন খরচ ও লাভসহ যার প্রস্তাবিত মূল্য ছিল ১৪১ টাকা। ১০ থেকে ১৫ লিটার হিসাবে প্রতি মিনিট অক্সিজেনের দাম নির্ধারণ হয়েছে ১৫০ টাকা, যার প্রস্তাবিত মূল্য ছিল ১৬৪ টাকা।

একুরিয়ামের অক্সিজেন সিস্টেম (জেনারেটর বেইজড) প্রতি ২ থেকে ৫ লিটার প্রতি মিনিট হিসাবে দৈনিক ব্যবহারের দাম নির্ধারণ করা হয়েছে ১২০ টাকা। যার প্রস্তাবিত মূল্য ছিল ১৫০ টাকা। প্রতি মিনিট ৬ থেকে ৯ লিটার হিসাবে অক্সিজেনের দাম নির্ধারণ হয়েছে ৩০০ টাকা।

বিভিন্ন খরচ ও লাভসহ যার প্রস্তাবিত মূল্য ছিল ৩২১ টাকা। এবং ১০ থেকে ১৫ লিটার প্রতি মিনিট হিসাবে অক্সিজেনের দাম নির্ধারণ হয়েছে ৩৫০ টাকা, যার প্রস্তাবিত মূল্য ছিল ৩৮০ টাকা।

একুরিয়ামের অক্সিজেন সিস্টেম (লিকুইড অক্সিজেন ট্যাংক বেইজড) প্রতি ২ থেকে ৫ লিটার হিসাবে প্রতি মিনিটের দাম নির্ধারণ করা হয়েছে ১২০ টাকা।

একুরিয়াম একটি ঢাকনা দিয়ে ঢাকা থাকে। আর ঢাকনা দিয়ে ঢাকা থাকার কারণে সেখানে পানিতে অক্সিজেনের কিছুটা চাহিদা থাকে।

এ্যাকুরিয়ামে দৈনিক কত ঘন্টা অক্সিজেন দিতে হয়

এ্যাকুরিয়ামে দৈনিক কত ঘন্টা অক্সিজেন দিতে হয়

নদীর পানিতে মাছ যখন বড় হয় তখন , একটি নির্দিষ্ট পরিমাণ অক্সিজেন মাছ গ্রহণ করতে থাকে এবং ঠিক সেই পরিমাণও অক্সিজেন বাতাস থেকে পানিতে মিশে। যার প্রস্তাবিত মূল্য ছিল ১৪০ টাকা। প্রতি মিনিট ৬ থেকে ৯ লিটার হিসাবে অক্সিজেনের দাম নির্ধারণ হয়েছে ২৫০ টাকা। বিভিন্ন খরচ ও লাভসহ যার প্রস্তাবিত মূল্য ছিল ২৭১ টাকা। এবং ৩০০ থেকে ১৫ লিটার প্রতি মিনিট অক্সিজেনের দাম নির্ধারণ হয়েছে ৩২৫ টাকা, যার প্রস্তাবিত মূল্য ছিল ৩৮০ টাকা।

কিভাবে একটি নতুন ব্যবসা শুরু করবেন:

১০ টি ক্ষুদ্র ও ব্যবসার তালিকা ২০২২

You may also like

1 comment

গাপ্পি মাছের জীবন চক্র 2023 January 28, 2023 - 3:37 pm

[…] 31 শে ডিসেম্বর গাপ্পি মাছের জীবন চক্র এ্যাকুরিয়ামে দৈনিক কত ঘন্টা অক্সিজে… মন খারাপ থাকলে কি করবেন মানুষ […]

Reply

Leave a Comment