128
১২ নভেম্বর ২০২১ বাংলাদেশের পৃক্ষাগৃহে মুক্তি পাচ্ছে “রেহেনা মরিয়ম নূর“
আন্তজার্তিক পুরস্কার পাওয়া রেহেনা মরিয়ুম নুর”চলচিত্র মুলত একজন গৃহ বধুর জীবন কাহিনী নির্ভর চলচিত্র। এই ছবিটি” কান ” অনুষ্টানে বাংলাদেশের চলচ্চিত্রের আলাদা একটা মর্যাদা এনে দিয়েছে-লাল গালিচা সংবধনা পেয়েছেন, বাংলাদেশের অভিনেত্রী “আজমেরী হক বাঁধন “.
“রেহেনা মরিয়ম নূর “টেলিফিল্মের মূক্ষ্য ভুমিকায় অভিনয় করেছেন আজমিরী হক বাঁধন।১৪ তম আসরে চলচ্চিত্রটি যৌথভাবে গ্র্যান্ড জুরি পুরস্কার অর্জন করে এবং একই আসরে চলচ্চিত্রটির অভিনেত্রী আজমেরী হক বাঁধন, সেরা অভিনেত্রীর পুরস্কার জয় করেন। এই ছবিটি তার জীবনের শেষ্ট সফলতা নিয়ে আসতে পারে।আন্তর্জাতিক সম্মাননা পাওয়ার পর থেকেই ডাক পেয়েছেন রুপালি স্বপ্ন রাজ্য বলিউডে।
অসংখ্য কাজের অনুরোধ পাচ্ছেন প্রতিনিয়তই..!আজমেরী হক বাধন কে এই ছবিতে একজন গ্রামের গৃবধু রুপে দেখতে পারবেন পর্দায়।
চ্চিত্রটি পরিচালনা করেছেন আব্দুল্লাহ মোহাম্মদ সাদ এবং প্রটোকল ও মেট্রোর ব্যানারে প্রযোজনা করেছেন জেরেমি চুয়া। এছাড়াও সহ-প্রযোজনা করেছে সেন্সমেকারস
শেষ করবো একটা কথা দিয়ে৷ রেহানা মরিয়ম নূর সিনেমার শেষ দৃশ্যে কোনো সমাধান আসে না৷ এক ঘণ্টা ৪৭ মিনিট ধরে যে গল্প তৈরি করা হয়েছে কয়েক সেকেন্ডে তা শেষ হয়েছে মেয়েকে নিজের রুমে অবরুদ্ধ করে রেখে ফুঁসতে থাকা রেহানাকে দেখিয়ে৷
এই গল্প শেষ হয়নি, এই সিনেমা শেষ হয়নি৷ আমি নিশ্চিত, প্রতিটি দর্শক এমন অনুভূতি নিয়েই হল থেকে বের হয়েছেন৷