প্রেমিকের মন খারাপ হলে কি করবেন
বিভিন্ন কারণে প্রেমিক-প্রেমিকার মধ্যে মানসিক দূরত্ব বাড়তে পারে। হয়তো ছোটখাটো কারণে কিছু ভুল বোঝাবুঝি হয়ে থাকে। অভিমানের কারণে ভেঙে যায় অনেক সম্পর্ক। হয়তো আমরা বুঝতে পারি না আমাদের প্রিয় মানুষটির মনকে। শান্ত করতে পারি না তার অস্থির মনকে এবং সেই কারণে সমাপ্তি ঘটে অনেক মধুর সম্পর্কের। আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনি আপনার প্রেমিকের মন ভালো করে দিতে পারেন।
আপনার প্রেমিকের মন ভালো রাখার জন্য সবার আগে যেটা জরুরি তা হলো আপনি আপনার প্রেমিককে বুঝবেন। সবার আগে আপনি জানবেন কোন জিনিসটা আপনার প্রেমিক অপছন্দ করে। যে জিনিসটি আপনার প্রেমিক পছন্দ করে না তা থেকে অবশ্যই দূরে থাকবেন। আপনার প্রেমিকের পছন্দ সম্পর্কে জানবেন এবং তার মন খারাপ হলে তার পছন্দের কাজটি করবেন। সেটা হতে পারে কোনো ছোটখাটো কাজ কিন্তু সেই ছোট কাজটি আপনার প্রেমিকের মন ভালো করার জন্য যথেষ্ট।
তার মন খারাপ হলে আপনি তাকে গান গেয়ে শোনাতে পারেন। আপনি যদি তাকে ছোট্ট একটি ভয়েস মেসেজ দিয়ে গান বলেন, আপনা আপনি তার মন ভালো হয়ে যাবে।
আপনার প্রেমিকের মন খারাপ হলে তাকে মানসিকভাবে সময় দিন। তার সাথে গল্পগুজব করুন এবং তার মন খারাপের কারণ জানার চেষ্টা করুন। তার দুঃখ ভাগাভাগি করে নিন। কারণ ভবিষ্যতে সেই হবে আপনার জীবনসঙ্গী। তাকে আপনার শুরু থেকেই বুঝতে হবে এবং তার মন ভালো রাখার চেষ্টা করতে হবে।
আপনার প্রেমিকের মন ভালো করতে অবশ্যই তার প্রিয় খাবারটি তাকে রান্না করে খাওয়ান। যদি আপনি রান্নায় পারদর্শী না হন তাহলে ইউটিউব বা কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তার প্রিয় খাবারটি রান্না করার পদ্ধতি জেনে নিন। ব্যস্ত জীবনের মাঝে একটু সময় বের করে হলেও তার সাথে কিছুটা সময় দেখা করুন। কোন মনোরম পরিবেশে তার সাথে কিছুটা সময় দিন। মন যেন ভালো থাকে সেদিকে খেয়াল রাখুন।
সে যদি সাধ হয় তাহলে তাকে পড়াশুনার কাজে সাহায্য করুন। এবং সে যদি চাকুরীজীবি হয় তাহলে চাকরির ব্যাপারে তাকে উৎসাহিত করুন। অনেক সময় আপনার প্রেমিকের আর্থিক অবস্থা ভাল নাও থাকতে পারে। এমন অবস্থায় তার কাছে দামি কোন উপহার আবদার করবেন না। মনে রাখবেন আপনার প্রেমিকের টাকা মানে আপনার টাকা। নিজের ঢাকা আপনি যেমন মিতব্যয়িতার সাথে খরচ করেন ঠিক সেভাবেই আপনার প্রেমিকের টাকা সাশ্রয় করার চেষ্টা করুন।
তার সাথে সব সময় ভালো ব্যবহার করুন। হঠাৎ রাগ হলে তার পাশে মানসিকভাবে থাকুন। মনে রাখবেন আপনাদের ভুল বোঝাবুঝি আপনাদের নিজেদের সমাধান করতে হবে। তবেই টিকে থাকবে আপনার সম্পর্ক। আপনার ভালো মন্দ সব বিষয়ে তার সাথে শেয়ার করুন। সে অসুস্থ থাকলে তাকে যথাসম্ভব মানসিকভাবে এবং সম্ভব হলে শারীরিক ভাবে সাপোর্ট দেয়ার চেষ্টা করুন। অর্থাৎ তার সেবা-যত্ন করে তাকে সারিয়ে তোলার চেষ্টা করুন।
সামাজিক মাধ্যমে তাঁর সম্পর্কে ভালো কিছু লিখুন
এখন আমাদের জীবনযাপন সামাজিক যোগাযোগ মাধ্যমের বাইরে আমরা ভাবতেই পারি না। প্রেমিকের মন ভালো করতে এটিকে ব্যবহার করা যায়। নিজেদের মজার কোনো ঘটনা, রোমান্টিক কোনো ঘটনা বা মধুর কোনো স্মৃতি লিখে সবাইকে তাঁর প্রতি আপনার ভালোবাসা জানিয়ে দিন। মুখে যতই প্রাইভেসির কথা বলুন না কেন, মনে মনে খুশি হবেন তিনি
মাঝে মাঝে সম্ভব হলে টাকা জমিয়ে তাকে ছোটখাটো কোনো উপহার দিতে পারেন। প্রিয় পাঠক এভাবেই আপনার প্রেমিকের মন ভালো করে দিতে পারেন। নিজেদের মধ্যে সহমর্মিতার সম্পর্ক গড়ে তুলে নিজেদের জীবনকে সুন্দর করে তুলুন।
যে কাজগুলো করলে আপনার স্বামী আপনাকে অনেক ভালবাসবে