পঞ্চম শ্রেনীর ছাত্রী বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি
মরিয়ম নামের এক নিষ্ঠুর শিক্ষিকা পঞ্চম শ্রেণির অথৈ আক্তার (১১) নামের এক শিক্ষার্থীকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে বলে জানায় শিক্ষার্থীর মা।
বুধবার (৯ই মার্চ ) সকালে শিক্ষার্থীর মা শিক্ষার্থীকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
(৮ই মার্চ) অথৈ স্কুলে গেলে পড়া না পারায় সহকারী শিক্ষিকা মরিয়ম তাকে প্রথমে মাথায় আঘাত করে পরবর্তীতে লাইব্রেরী থেকে লাঠি এনে পিঠে আঘাত করে।
অভিযুক্ত মরিয়ম পশ্চিম ধুপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক
শিক্ষার্থীর মা লিমা বলেন, আমার মেয়ে মেধাবী শিক্ষার্থী প্রত্যেক ক্লাসে ফার্স্ট হয়। তাকে পড়ার জন্য মারধর করার বিষয়টি আমি জানতে চাইলে আমার সাথে খারাপ আচরণ করে। যেখানে প্রধানমন্ত্রী শিশুদেরকে মারধর না করে পাঠদানের নির্দেশ দিয়েছেন কিন্তু তিনি আমার মেয়েকে মেরে অসুস্থ করে দিয়েছেন। আমি সুষ্ঠু বিচার চাই।
পঞ্চম শ্রেনীর ছাত্রী বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি
Learn More : ব্ল্যাক হোল কি? ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর নিয়ে বিস্তারিত আলোচনা । Blackhole
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় ভুষণ মিস্ত্রি বলেন, শিক্ষার্থীর পরিবার আমার কাছে আসার পরে আমি মেনেজিং কমিটি নিয়ে বসেছি, শিক্ষার্থীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির বলেন, বিষয়টি আমি তদন্ত করে দেখবো। তদন্তে দোষী প্রমাণিত হলে ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ বলেন, লিখিত অভিযোগ পাইনি । অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।