ARC সাশ্রয়ী খরচে আইভিএফসহ বন্ধ্যাত্বের অত্যাধুনিক চিকিৎসা এখন কোলকাতায়


ARC International Fertility and Research Center একটি পরিচিত ইনফার্টিলিটি কেন্দ্র যা চেন্নাই, ভারতে অবস্থিত। এটি ভারতের সেরা ইনফার্টিলিটি কেন্দ্র গুলোর মধ্যে একটি। এই কেন্দ্রটি বিভিন্ন ধরনের সেবা প্রদান করে, যেমন ইউনিট ইনফার্টিলিটি, স্পার্ম ব্যাংকিং, ইউনিট পুরুষ বন্ধ্যত্ব চিকিৎসা, ইউনিট স্ত্রী বন্ধ্যত্ব চিকিৎসা, ইউনিট জীবনযাপন চিকিৎসা, ইউনিট সংগঠন চিকিৎসা এবং ইউনিট বিভিন্ন পরীক্ষাগুলো যেমন প্রস্তুততা পরীক্ষা, হরমোন পরীক্ষা এবং ব্লাড টেস্ট সহ অন্যান্য পরীক্ষাগুলো উপস্থাপন করে।
ARC এর প্রধান লক্ষ্য হল প্রযুক্তিগত এবং মানব সম্পদের সমন্বয়ে উন্নয়নশীল একটি সেবা প্রদান করা। কেন্দ্রটি একটি সুস্থ, উন্নয়নশীল এবং প্রযুক্তিগত পরিবেশ প্রদান করে যাত্রীদের জন্য এবং এটি উন্নয়নশীল এ
’এর যাত্রা শুরু হলো এবার কোলকাতায়। ভারতের প্রখ্যাত আইভিএফ ও বন্ধ্যাত্ব গবেষণা কেন্দ্র পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের নিঃসন্তান দম্পতিদের কম খরচে বন্ধ্যাত্বের অত্যাধুনিক চিকিৎসা প্রদানের লক্ষ্য নিয়ে সম্প্রতি ARC ইন্টারন্যাশনাল ফার্টিলিটি এন্ড রিসার্চ সেন্টারের একটি স্বয়ংসম্পুর্ণ ফার্টিলিটি সেন্টার চালু হয়েছে কোলকাতার ইএম বাইপাসে।
ARC International Fertility and Research Center একটি পরিচিত ইনফার্টিলিটি কেন্দ্র যা চেন্নাই, ভারতে অবস্থিত। এটি ভারতের সেরা ইনফার্টিলিটি কেন্দ্র গুলোর মধ্যে একটি। এই কেন্দ্রটি বিভিন্ন ধরনের সেবা প্রদান করে, যেমন ইউনিট ইনফার্টিলিটি, স্পার্ম ব্যাংকিং, ইউনিট পুরুষ বন্ধ্যত্ব চিকিৎসা, ইউনিট স্ত্রী বন্ধ্যত্ব চিকিৎসা, ইউনিট জীবনযাপন চিকিৎসা, ইউনিট সংগঠন চিকিৎসা এবং ইউনিট বিভিন্ন পরীক্ষাগুলো যেমন প্রস্তুততা পরীক্ষা, হরমোন পরীক্ষা এবং ব্লাড টেস্ট সহ অন্যান্য পরীক্ষাগুলো উপস্থাপন করে।
ARC এর প্রধান লক্ষ্য হল প্রযুক্তিগত এবং মানব সম্পদের সমন্বয়ে উন্নয়নশীল একটি সেবা প্রদান করা। কেন্দ্রটি একটি সুস্থ, উন্নয়নশীল এবং প্রযুক্তিগত পরিবেশ প্রদান করে যাত্রীদের জন্য এবং এটি উন্নয়নশীল এ
ইনফার্টিলিটি স্পেশালিষ্ট ও ARC ইন্টারন্যাশনাল ফার্টিলিটি সেন্টারের চীফ কন্সালট্যান্ট ডাঃ স্বাতী মিশ্র’র তত্ত্বাবধানে এখানে মেল-ফিমেল ইনফার্টিলিটি সমস্যাসহ আইইউআই, আইভিএফ, ইকসি ও অন্যান্য সকল প্রকার বন্ধ্যাত্বের চিকিৎসা করা হচ্ছে। উল্লেখ্য ভারতের চেন্নাই, ভ্যেলোর, মাদুরাই, কোচি, কেরালা, অন্ধ্রপ্রদেশের বিভিন্ন লোকেশনে ও দেশের বাইরে শ্রীলংকা ও মালয়েশিয়ায় ARC ইন্টারন্যাশনাল ফার্টিলিটি এন্ড রিসার্চ সেন্টারের প্রায় কুড়িটি সেন্টার রয়েছে।

চেন্নাই, ভ্যেলোরসহ ভারতের বড় বড় শহরেইতো আপনাদের সেন্টার রয়েছে, আবার কোলকাতাতে কেনো? এই প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে ARC ইন্টারন্যাশনাল ফার্টিলিটি এন্ড রিসার্চ সেন্টার কোলকাতার পরিচালক ডাঃ সৌভিক পাল বলেন, “আপনি হয়তো জানেন, ARC’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডাঃ সারাভান লক্ষ্মণ এবং পরিচালক ডাঃ মহালক্ষ্মী সারাভান – এই দম্পতি চেন্নাইয়ের প্রথিতযশা স্ত্রীরোগ ও ইনফার্টিলিটি স্পেশালিষ্ট, কোলকাতাসহ বাংলাদেশের অগণিত নিঃসন্তান দম্পতি সন্তানলাভের আশায় প্রচারবিমুখ এই দম্পতির শরণাপন্ন হোন;
ARC চেন্নাইয়ের চিকিৎসা খরচ প্রায় কোলকাতার সমান হলেও চেন্নাইয়ে যাতায়াত, থাকা, খাওয়া বাবদ একটা অনেক বড় অংশ অর্থ রোগীদের খরচ হয়ে যায়। আর তাই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের নিঃসন্তান দম্পতিগণ যাতে করে তাঁদের সামর্থ্যের মধ্যেই নিজেদের দোরগোড়ায় ARC চেন্নাই মানের চিকিৎসা সেবা পেতে পারেন, সেজন্যই আমাদের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডাঃ সারাভান লক্ষ্মণ কোলকাতায় ARC’র একটি পূর্ণাংগ ফার্টিলিটি সেন্টার প্রতিষ্ঠার এই উদ্যোগ নেন”।

ইনফার্টিলিটি স্পেশালিষ্ট একজন ডাক্তার বা চিকিৎসক যিনি নারী এবং পুরুষদের বাংলাদেশে সন্তান সম্পর্কিত সমস্যা নিয়ে কাজ করে। এই সমস্যাগুলো হতে পারে মহিলার অবৈধ গর্ভধারণ, পুরুষের বন্ধ্যত্ব, নারী ও পুরুষের জন্য যৌন সমস্যা এবং কিছু জীবনযাপনের কারণে হতে পারে। এই সমস্যার সমাধানে এই স্পেশালিষ্টরা সহায়তা করেন।
আর্ক ইন্টারন্যাশনাল ফার্টিলিটি (ARC) একটি প্রতিষ্ঠান যা বিভিন্ন দেশে ইনফার্টিলিটি চিকিৎসা সম্পর্কিত সেবা প্রদান করে। ARC ইনফার্টিলিটি চিকিৎসা সম্পর্কে জানতে এবং চিকিৎসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য একটি ওয়েবসাইট সরবরাহ করে। ARC এর মাধ্যমে যাত্রীদের চিকিৎসা এবং ব্যবস্থাপনা করা হয়।
নেই কোনো বিকল্প ARC নিয়েছে সেই সংকল্প’ এই শ্লোগানকে সামনে রেখে এবং উন্নতমানের পরিষেবা প্রদানের ব্রত নিয়েই ARC কোলকাতা সবসময় রোগীদের কল্যাণের লক্ষ্য নিয়েই এগিয়ে যাবে, আর সেজন্য বিভিন্ন টেস্ট, পরামর্শ ফী বা আল্ট্রাসনোগ্রাম ক্ষেত্রে অস্বচ্ছল রোগীদের জন্য বেশ কিছু ছাড় রাখারও ব্যবস্থা রয়েছে বলে জানালেন, ARC ফার্টিলিটি সেন্টার কোলকাতার পরিচালক ডাঃ সৌভিক পাল।
বাঙালী না হলেও ARC ইন্টারন্যাশনাল ফার্টিলিটি সেন্টার কোলকাতার চীফ কন্সালট্যান্ট বিশিষ্ট স্ত্রীরোগ ও ইনফার্টিলিটি স্পেশালিষ্ট, ডাঃ স্বাতী মিশ্র বাংলাটা বেশ ভালোই বুঝেন। তিনি ভাঙ্গা ভাঙ্গা বাংলায় বলেন, “আমরা রোগীদের আবেগকে যথার্থ মূল্য দেই, আর তাই মা হবার ক্ষেত্রে শারীরিক ও মানসিকভাবে দম্পতিদের তৈরি করার দিকে আমরা খুবই গুরুত্ব দিয়ে থাকি, সেই সাথে রোগীদের সময় ও অর্থ বাঁচাতে এবং সফলতা বাড়াতে আমরা রোগীর ওপর অহেতুক এক্সপেরিমেন্ট না চালিয়ে প্রথমেই বন্ধ্যাত্বের প্রকৃত কারণটি খুঁজে বের করার চেষ্টা করি আর সে অনুযায়ী চিকিৎসা করে তাঁদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাই”।

তিনি আরো বলেন, আমদের রয়েছে ডাঃ সৌভিক পাল, ডাঃ পার্থ রঞ্জন দাস, এমব্রায়োলজিস্ট রিজোয়ান, আইভিএফ কো-অর্ডিনেটর সোমা চক্রবর্তী’র সমন্বয়ে চমৎকার একটি টীম, যা আমাদের সফলতার ক্ষেত্রে এগিয়ে রেখেছে।
বাংলাদেশের নিঃসন্তান দম্পতিরা ARC ইন্টারন্যাশনাল ফার্টিলিটি এন্ড রিসার্চ সেন্টার চেন্নাই বা কোলকাতায়
ব্ল্যাক হোল কি? ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর নিয়ে বিস্তারিত আলোচনা । Blackhole