
যে পাঁচটি গাছ আপনার বাড়িতে অবশ্যই থাকতে হবে
যে পাঁচটি গাছ আপনার বাড়িতে অবশ্যই থাকতে হবে
গাছ আমাদের প্রাকৃতিক সম্পদ, যে পাঁচটি গাছ আপনার বাড়িতে অবশ্যই থাকতে হবে । সৃষ্টিকর্তা গাছ সৃষ্টি করেছেন আমাদের কল্যাণের জন্য। গাছ আমাদের অক্সিজেন দিয়ে থাকে। অক্সিজেন ছাড়া কোন জীব বাঁচতে পারে না।
এমন কিছু গাছ রয়েছে যা আপনার বাড়িতে থাকা একান্ত জরুরী। এসব গাছ বাড়িতে থাকলে কোন রোগ বালাই আপনাকে আক্রমণ করতে পারবে না। চলুন জেনে নেই এমন যে পাঁচটি গাছ আপনার বাড়িতে অবশ্যই থাকতে হবে ।
১. নিম গাছ

যে পাঁচটি গাছ আপনার বাড়িতে অবশ্যই থাকতে হবে
আমাদের জন্য প্রয়োজনীয়, এবং পরিবেশের জন্য সবচেয়ে উপকারী গাছ হলো নিম গাছ। নিমগাছ সব রকম রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে। নিমগাছ যে বাড়িতে থাকে সেখানকার বাতাসে কোন রোগ জীবাণু ঘুরে বেড়াতে পারে না। বাতাস পরিষ্কার ও অক্সিজেন পূর্ণ থাকে। নিম গাছের নির্যাস সব রোগের প্রতিষেধক। নিমের পাতা বিভিন্ন রকম চর্ম রোগের ঔষধ। চর্মরোগ আমাদের অনেকেরই হয়ে থাকে। এমন অবস্থায় নিমের পাতা দিয়ে পানি গরম করে, সেই পানি দিয়ে গোসল করলে সব রকম চর্মরোগ দূর হয়ে যায়।
এছাড়া আমাদের অনেক রকম পেটের অসুখ হয়ে থাকে। নিমের পাতা পেস্ট করে তা ছোট ছোট বড়ি বানিয়ে, রোদে শুকিয়ে সংরক্ষণ করতে হবে।এবং পেটের অসুখ দেখা দিলে পানি দিয়ে সেই বড়ি খেয়ে নিতে হবে। এক নিমেষেই পেটের সব রকম অসুখ দূর হয়ে যাবে।
২. তুলসী গাছ

যে পাঁচটি গাছ আপনার বাড়িতে অবশ্যই থাকতে হবে
আমাদের জন্য অতি প্রয়োজনীয় আরেকটি গাছ হলো তুলসী গাছ। সাধারণত হিন্দু ধর্মের মানুষের বাড়িতে এ গাছ থাকে। তুলসী গাছ আমাদের জন্য খুবই উপকারী।ঠান্ডা জনিত সমস্যায় মধু এবং তুলসী মিশিয়ে খেলে, খুব তাড়াতাড়ি রোগের উপশম হয়। এছাড়া তুলসীপাতা বাতাস পরিষ্কার রাখতে সাহায্য করে। এজন্য আমাদের সবার বাড়িতে কমপক্ষে একটি হলেও তুলসী গাছ লাগাতে হবে।
৩. আমলকি গাছ

যে পাঁচটি গাছ আপনার বাড়িতে অবশ্যই থাকতে হবে
আমলকি একটি টক ফল হলেও এটি আমাদের জন্য খুবই উপকারী। আমলকি ও আমলকি গাছের পাতা বিভিন্ন রকম রোগের ঔষধ হিসেবে কাজ করে। আমলকির পাতা টক স্বাদযুক্ত। মুখের রুচি বাড়াতে আমলকি সাহায্য করে। এছাড়া শরীরের কোথাও কেটে গিয়ে ঘা সৃষ্টি হলে সেখানে আমলকির পাতা পেস্ট করে লাগিয়ে দিলে খুব তাড়াতাড়ি সেরে যায়।
৪. ডালিম গাছ

যে পাঁচটি গাছ আপনার বাড়িতে অবশ্যই থাকতে হবে
ঔষধি ফলগুলোর মধ্যে ডালিম অন্যতম। ডালিম গাছ অত্যন্ত ছোট আকৃতির হয়। তাই বাড়িতে লাগানো সহজ। বিভিন্ন রোগের ঔষধ হিসেবে কাজ করে ডালিম। দারুন দেখতে কত সুন্দর এবং খেতে খুব সুস্বাদু। ডালিম খেলে ত্বক উজ্জ্বল হয়। আমাদের ত্বককে সুস্থ রাখতে ডালিম গাছ অবশ্যই আমাদের বাড়িতে একটি হলেও থাকা উচিত। ডালিম গাছ খুব বেশি পরিচর্যার প্রয়োজন হয় না। শুধুমাত্র একটি চারা লাগিয়ে দিলে এটি নিজে নিজেই বড় হয়ে ফল দেয়। তাই বাড়ির এক কোণে একটি ডালিম গাছ লাগাবেন।
৫. হরিতকী গাছ

যে পাঁচটি গাছ আপনার বাড়িতে অবশ্যই থাকতে হবে
ঔষধি গুণসম্পন্ন ফল এর মধ্যে হরিতকী খুবই কাজে দেয়। হরিতকী খুবই গুণসম্পন্ন একটি ফল। এই গাছটি মাঝারি আকৃতির হয়ে থাকে। এটি বপন করে বেশি পরিচর্যা করার প্রয়োজন হয় না। বহেড়া ফলটি খেতে ভালো নয়। তবে এর ঔষধি গুণ এত বেশি যে ক্যানসারের মতো ভয়াবহ রোগ সারিয়ে দিতে সক্ষম। তাই আপনার বাড়িতে বহেড়া গাছ না থাকলে অবশ্যই তা লাগাবেন। এবং এই গাছের চারার দাম খুবই কম।
আমাদের প্রকৃতি ঔষধি গুণের আধার। এমন অনেক গাছ রয়েছে যা ওষুধের বিকল্প হিসেবে কাজ করে। ঔষধ তৈরি হয় গাছ থেকেই।তাই প্রাকৃতিক উপায়ে সুস্বাস্থ্য এবং সুন্দর পরিবেশ লাভ করার জন্য অবশ্যই আমাদের ঔষধি গুণসম্পন্ন গাছগুলো লাগাতে হবে
https://mohajagotik.com/2022/01/12/825/