Warning: The use statement with non-compound name 'AllowDynamicProperties' has no effect in /home/bayearn/public_html/mohajagotik.com/wp-content/plugins/wp-user-frontend/wpuf.php on line 37 Warning: The use statement with non-compound name 'AllowDynamicProperties' has no effect in /home/bayearn/public_html/mohajagotik.com/wp-content/plugins/wp-user-frontend/Lib/invisible_recaptcha.php on line 20 ৫ টি ছোট ব্যবসা যা আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে 2024

Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

অর্থনীতি উদ্যোক্তা বাণিজ্য

৫ টি ছোট ব্যবসা যা আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে

৫ টি ছোট ব্যবসা যা আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে

৫ টি ছোট ব্যবসা যা আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে:

আমরা অনেকেই মনে করি ব্যবসা করতে হয়তো কোন শিক্ষা বা বুদ্ধির প্রয়োজন হয় না। কিন্তু এ ধারণা সম্পূর্ণ ভুল। বুদ্ধিমত্তার সাথে ব্যবসা না করলে ব্যবসায় ক্ষতি নিশ্চিত।
সফল ব্যবসায় এর জন্য দরকার পূর্ব পরিকল্পনা এবং সঠিক সিদ্ধান্ত।

এছাড়া লাভ ও ক্ষতি ব্যবসায় থাকবে এই ধারণা মেনে নিয়েই ব্যবসায় আগাতে হবে। সব সময় লাভ নাও হতে পারে মাঝে মাঝেই ব্যবসায়ীদের ক্ষতির সম্মুখীন হতে হয় কিন্তু এতে হাল ছেড়ে দিলে চলবে না।
সাহসের সাথে ব্যবসা পরিচালনা করে এগিয়ে যেতে হবে। আজকে আমরা জেনে নেব এমন পাঁচটি ব্যবসা যা আপনার ভাগ্য পরিবর্তন করার জন্য যথেষ্ট।

১. আপনি শিক্ষা সামগ্রীর ব্যবসা করতে পারেন। আমাদের দেশের সমগ্র জনগণের একটি বড় অংশ হলো শিক্ষার্থী। শিক্ষার্থীদের জন্য অবশ্য প্রয়োজনীয় জিনিসগুলো শিক্ষা সামগ্রী। শিক্ষা সামগ্রী ছাড়া কোন শিক্ষায় সম্ভব নয়।
বই খাতা কলম পেন্সিল রাবার স্কেল এবং অন্যান্য কাগজপত্র শিক্ষার্থীদের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস। প্রতিটি শিক্ষার্থীকে এগুলো বাধ্যতামূলকভাবে কিনতে হয়।
শিক্ষার্থী গরিব হোক বা মধ্যবিত্ত হোক বা ধনী হোক প্রত্যেককেই এই সামগ্রী গুলো কিনতে হয়।
তাই আপনি যদি শিক্ষা সামগ্রীর ব্যবসা করেন তাহলে আপনার অনেক ভালো ব্যবসা হবে। আপনি যথেষ্ট লাভ করতে পারবেন এবং ব্যবসায়ী উন্নতি করতে পারবেন।

৫ টি ছোট ব্যবসা যা আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে

৫ টি ছোট ব্যবসা যা আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে
৫ টি ছোট ব্যবসা যা আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে

৫ টি ছোট ব্যবসা যা আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে

২. ব্যবসায় ভালো করার আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো জাঙ্ক ফুড এর ব্যবসা করা। চকলেট চিপস আইসক্রিম ফুচকা চানাচুর কেক পাউরুটি বিস্কিট কলা এসব খাদ্য অত্যন্ত মুখরোচক এবং বেশিরভাগ মানুষ খেতে পছন্দ করে।
তাই আপনি যদি মুখর খাদ্য সামগ্রী বিক্রি করেন খাদ্যদ্রব্যের ব্যবসা করেন তাহলে আপনার আয় অনেক বাড়বে।
তবে খেয়াল রাখবেন আপনার বিক্রি করা খাবার জন্য অবশ্যই স্বাস্থ্যসম্মত এবং মেয়াদ যুক্ত হয়। অনেক ব্যবসায়ী মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রি করে এবং পরবর্তীতে তারা ক্ষতির সম্মুখীন হয়। কারণ জনগণ যখন জানতে পারে আপনার বিক্রি করার খাদ্যদ্রব্য স্বাস্থ্যকর নয় বা মেয়াদ উত্তীর্ণ তারপর থেকে তারা কখনোই আপনার থেকে কোন জিনিস কিনবে না। তাই অবশ্যই স্বাস্থ্যসম্মত খাবার এর ব্যবসা করুন।

৩. এছাড়া আপনি তেলের ব্যবসা করতে পারেন। বর্তমানে তেলের উৎপাদন খুবই সংকটাপন্ন। বাজারে তেলের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায় যদি তেলের ব্যবসা করেন অর্থাৎ পাইকারি দামে তেল কিনে এনে তার জনগণের কাছে খুচরা দামে বিক্রি করেন তাহলে একটি বড় অংশ আপনি লাভ করতে পারবেন।
তবে তেলের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য যে তেলের মেয়াদ যেন ঠিক থাকে। মেয়াদ উত্তীর্ণ তেল আপনি কম দামে পেয়ে গেলেও জনগণ কিছুতেই আপনার থেকে তা কিনবে না অর্থাৎ আপনার নিজের ক্ষতি সম্মুখীন হতে হবে।

৫ টি ছোট ব্যবসা যা আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে

৫ টি ছোট ব্যবসা যা আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে
৫ টি ছোট ব্যবসা যা আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে

৫ টি ছোট ব্যবসা যা আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে

৪. ব্যবসায়ী এগিয়ে থাকার আরও একটি গুরুত্বপূর্ণ উপায় হল কসমেটিকস বা সৌন্দর্য বর্ধন সামগ্রীর ব্যবসা করা। আমাদের মধ্যে বেশিরভাগ মহিলা নিজের সৌন্দর্য নিয়ে সচেতন। বিশেষ করে মধ্যবয়সী মেয়েদের মধ্যে এই প্রবণতা বেশি দেখা যায়।তারা নিজেদের সৌন্দর্য ধরে রাখতে বিভিন্ন ধরনের পণ্য ব্যবহার করে যেমন ফেসওয়াশ লিপস্টিক ফেয়ারনেস ক্রিম মেকআপ বক্স বডি লোশন ইত্যাদি।
নিজেদের সৌন্দর্য ধরে রাখতে বেশি দাম দিয়ে হলেও তারা আপনার থেকে এ ধরনের সামগ্রী কিনবে। তাই কসমেটিকসের ব্যবসা আপনাকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারবে। তবে এমন কোন পণ্য বাছাই করবেন না যা আমাদের ত্বকের জন্য বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

৫. আপনি যদি ছোট করিসনে ব্যবসা করে উন্নতি করতে চান তাহলে আপনার বাড়ির আঙিনায় কিংবা ছাদে শাকসবজির চাষ শুরু করুন। আমাদের স্বাস্থ্যের জন্য শাকসবজি খুবই উপকারী তাই যারা স্বাস্থ্য সচেতন তারা অবশ্যই সব সবজি কিনে। শাক সবজির চাষ করতে আপনার অতিরিক্ত কোন অর্থ খরচ করতে হবে না প্রয়োজন হবে শুধু আপনার পরিশ্রম এবং একাগ্রতা।

বাড়ির পরিষ্কার পরিচ্ছন্ন আঙিনায় আপনি বিভিন্ন রকম উপকারী শাকসবজি এবং ফলমূলের কাজ করতে পারেন এবং এ থেকে আপনার ব্যবসা এগিয়ে যাবে। এই ব্যবসায়ী আপনার অতিরিক্ত অর্থ নিয়োগ করতে হবে না কিংবা পরিচর্যা করার জন্য অতিরিক্ত লোক আপনার নিয়োগ করতে হবে না কারণ আপনি নিজেই আপনার অবসর সময়ে গাছপালার যত্ন নিতে পারেন।

প্রিয় পাঠক এভাবে একটু বুদ্ধি খাটিয়ে কিছু ব্যবসা করে আপনি আপনার বেকার জীবনকে সুন্দর জীবনে পরিণত করতে পারেন। নিজে আয় করতে পারবেন এবং নিজের পরিবারকে স্বাবলম্বী করে গড়ে তুলতে সাহায্য করবেন। তবে কখনোই লোভের বশবর্তী হবেন না। ব্যবসায় কখনো অসৎ কাজ করতে যাবেন না। হয়তো সাময়িক সময় কিন্তু পরবর্তীতে আপনি বড় ক্ষতির সম্মুখীন হবেন এটাই প্রকৃতির নিয়ম। তাই সততা ও বুদ্ধিমত্তার সাথে ব্যবসা করুন এবং জীবনে এক ধাপ হলেও এগিয়ে থাকুন।

তরমুজ চাষের ক্ষেত্রে যে সকল জিনিস গুলো মাথায় রাখতে হবে…

ঘরে বসে সিঙ্গারা তৈরি সহজ রেসিপি

ঘরে বসে মিষ্টি দই তৈরির সহজ রেসিপি

Avatar

Md Limon

About Author

1 Comment

  1. কিভাবে একটি নতুন ব্যবসা শুরু করবেন: - Mohajagotik 2023

    January 19, 2023

    […] উজ্জ্বলতা বৃদ্ধির মাত্র ৫ টি উপায় ৫… ৫ টি ছোট ব্যবসা যা আপনার ভাগ্য পরিবর্ত… সালমান খানের কিছু অজানা তথ্য জন […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

উদ্যোক্তা

মহিলাদের জন্য ঘরে বসে ব্যবসা করার ১০টি ব্যবসার আইডিয়া

Warning: Attempt to read property "roles" on bool in /home/bayearn/public_html/mohajagotik.com/wp-content/plugins/wp-user-frontend/wpuf-functions.php on line 4685 মহিলাদের জন্য ঘরে বসে ব্যবসা করার ১০টি ব্যবসার আইডিয়া নারী ও পুরুষ একে অপরের অংশ। একজনকে ছাড়া আরেকজন মূল্যহীন। তাদের
উদ্যোক্তা জেনেরাখুন পরিবেশ স্বাস্থ্য

কিভাবে একটি ছাদের বাগান শুরু করবেন?

Warning: Attempt to read property "roles" on bool in /home/bayearn/public_html/mohajagotik.com/wp-content/plugins/wp-user-frontend/wpuf-functions.php on line 4685 কিভাবে একটি ছাদের বাগান শুরু করবেন? বাগান করা আমাদের অনেকেরই শখ। অবসর সময়ে কমবেশি অনেকেই বাগান করে থাকে। তবে বর্তমানে