কোন জায়গা মাল্টা চাষের উপযুক্ত স্থান এবং মাল্টা কেনো চাষ করবেন।

মাল্টা কেনো চাষ করবেন

by Md Limon
কোন জায়গা মাল্টা চাষের উপযুক্ত স্থান এবং মাল্টা কেনো চাষ করবেন।

কোন জায়গা মাল্টা চাষের উপযুক্ত স্থান এবং মাল্টা কেনো চাষ করবেন।

আমাদের দেশে বর্তমানে বিভিন্ন জেলার বিভিন্ন সহর গ্রামে প্রচুর পরিমান মাল্টা চাষ করা হয়।আমরা এখনো অনেকেই জানি না যে মাল্টার কোন জাত চাষ করলে ভালো ফলোন পাওয়া যাবে।

কেমন জায়গায় চাষ করলে মাল্টা মিষ্টি হবে।প্রোথমত মাল্টার জাত সম্পর্কে জানতে হবে। এটার জন্য যারা কৃষির সাথে যরিত আছে তাদের সাথে পরামর্শ করে মাল্টার জাত সম্পর্কে জানতে হবে। যেহেতু আমারা বানিজ্যিক ভাবে চাষ করবো তাই আমাদের ভালো জাতের পাশাপাশি ভালো ফলোনের দরকার আছে। সেই ক্ষেত্রে আমাদের মাল্টার জাত বারি ১ সিলেক্ট করতে হবে।বারি ১ জাতের মাল্টা আমাদের আশা নরুপ ফলোন দিবে।তারপর টক মিষ্টির একটা বিষয় আছে। আসোলে আমাদের দেশে যে মাল্টা আমরা ক্রয় করে খাই সেই অধিকাংশ মাল্টাই টক হয়।

আর আমরা যে বারি ১ জাতের মাল্টা চাষ করবো সেই জমি টা অবশ্যই রৌদের জায়গা হতে হবে। আমরা সাধারণত গাছের গোরায় খাবার দেই কিন্তু গাছ নিজে ও খাবার সংগ্রহ করে রৌদ্র থেকে। রৌদ্র হচ্ছে মাল্টা গাছের প্রধান খাদ্য রৌদ্র মাল্টা গাছের সক্তি বারায়। এবং রৌদ্রের কারনে আপনার মাল্টা মিষ্টি হবে। ছায়া যুক্ত স্থানে মাল্টা লাগাবেন না। ছায়া যুক্ত স্থানে আপনি মাল্টা গাছ বানিজ্যিক ভাবে চাষ করলে আপনার আশা নরুপ ফলোন পবেন না।মাল্টা মিষ্টি বানানোর আরো একটা সহজ উপয় হলো গাছ লাগানোর আগে আপনি জমিতে গছের জন্য যে জায়গাটা তৈরি করবেন সেই জায়গায় শুকনা চুনা মাটির সাথে ভালো ভাবে মিশিয়ে নিবেন। তাহলে ও আপনার মাল্টা গাছের মাল্টা অধিক পরিমাণে মিষ্টি হবে।

কোন জায়গা মাল্টা চাষের উপযুক্ত স্থান এবং মাল্টা কেনো চাষ করবেন।

কোন জায়গা মাল্টা চাষের উপযুক্ত স্থান এবং মাল্টা কেনো চাষ করবেন।

মাল্টা একটি ভিটামিন ডি যুক্ত ফল।মাল্টা গাছে অধিক পরিমাণে ছত্রাক এবং ফাংগাস দেখা দেয়। এজন্য ভয় পাওয়ার কোনো কারন নাই। আপনি বাজারের যে কোনো কীটনাশকের দোকানে গিয়ে বললেই হবে আপনাকে ছত্রাক নাশক ঔষধ দিবে। ওই ঔষধ আপনি সপ্তাহে একদিন গাছে স্প্রে করে দিবেন। তহলে আপনি আপনার গাছের রোগ থেকে মুক্তি পাবেন। যখন আপনার মাল্টা গাছে ফুল আসবে সেই সময় একবার কীটনাশক ঔষধ স্প্রে করে দিবেন। ফুল থেকে যখন ফল আসবে আবার একবার কীটনাশক ঔষধ স্প্রে করে দিবেন।

তাহলেই আপনার আশা নরুপ ফলোন পাবেন। মাল্টা খুব শুসাধু ও রসালো একটি ফল। মল্টায় আপনার রক্ত কনা পরিষ্কার করে। মল্টা আপনার দেহের ভিতর জমে থাকা যানযট পরিষ্কার করে আপনার শারীরিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে।

ড্রাগন ফলের উপকারিতা ও অপকারিতা

তরমুজ চাষের ক্ষেত্রে যে সকল জিনিস গুলো মাথায় রাখতে হবে…

You may also like

1 comment

Leave a Comment